ভারত সফরের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ডে যাবেন সাকিব আল হাসান। সেখানে খেলবেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড থেকেই অনাপত্তিপত্র নিয়ে রেখেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। আগামী মাসে বাংলাদেশের ভারত সফরে আগেও দেশে ফিরবেন না সাকিব। তাই ভারতের সফরের পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
দীর্ঘ সময় ধরে দেশের বাইরের আছেন সাকিব। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরে দুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে চলে যান বাঁহাতি এই অলরাউন্ডার, সেখানে খেলেন মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। এরপর কানাডাতে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক হিসেবে খেলেন গ্লোবাল টি-টোয়েন্টি। এই টুর্নামেন্ট শেষ করে ১৪ আগস্ট সরাসরি পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেন সাকিব।
লম্বা সময় ধরে দেশের বাইরে থাকাটা অবশ্য তার জন্য নতুন কিছু নয়। বিশ্বের নামি-দামি প্রায় সব লিগেই খেলেছেন সাকিব, এসব লিগে খেলতে লম্বা সময় ধরে দেশের বাইরে থেকেছেন তিনি। এ ছাড়া তার স্ত্রী-সন্তান থাকে আমেরিকায়। সব মিলিয়ে নানা সময়ে ছাড় পেয়েছেন সাকিব। এসব কারণে জাতীয় দলের ক্যাম্প বা অনুশীলনে অনেক সময় না থেকেও বিপাকে পড়তে হয়নি তাকে।
তবে এবার সাকিবের দেশে ফেরা না ফেরার আলোচনা ভিন্ন কারণে। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামী করা হয়েছে তাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে মামলায় তার নাম দেওয়া হয়। গত ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন, সাকিবকে ২৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়। এরপর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবিতে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
যদিও এ সময়ে সাকিবের পাশে আছে বিসিবি। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব জাতীয় দলে খেলবেন বলে টিবিএসকে একদিন আগে জানান বিসিবি সভাপতি ফারুক। অভিজ্ঞ ক্রিকেটারকে আইনি সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি। আজ বোর্ড সভা শেষে সাকিবের ব্যাপারে একই সিদ্ধান্তের কথা জানান ফারুক। তিনি বলেন, 'সাকিবের ইস্যুতে ওইখানেই আছি আমরা এখনও। সাকিবের মামলাটি কোনো দিকে না গেলে সে খেলতে পারবে। এটা আমরা বলে দিয়েছি।'
কিন্তু প্রশ্নটা হচ্ছে সাকিব কি তাহলে দেশের বাইরে থেকেই বাংলাদেশ দলের হয়ে খেলে যাবেন? তাকে কি বিদেশে থাকার স্থায়ী অনাপত্তি দেওয়া হবে? আজকের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে উত্তরে বিসিবি সভাপতি বলেন, 'স্থায়ী এনওসি তো দেওয়া হবে না। তবে একটা এনওসি ওর আছে, আমরা জানি কাউন্টি খেলতে যাওয়ার কথা সারের হয়ে। আমার আসার আগেই এনওসিটা নিয়ে নিয়েছে। এখন হয়তো আসবে না (দেশে), ভারত সিরিজটা বাইরে থেকেই খেলবে, যেহেতু এনওসি দিয়ে দেওয়া হয়েছে। ভারত সিরিজের পরে আমরা ঠিক করব পরবর্তী 'প্ল্যান অব অ্যাকশন' কী হবে।'
পাকিস্তান সফর শেষে দেশে ফিরে আগামী মাসের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে নাজমুল হোসেন শান্তর দল। চেন্নাইতে প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। সিরিজটি খেলতে ইংল্যান্ড থেকে সরাসরি ভারতের যাবেন সাকিব। এরপর বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করতে তার দেশে ফেরা না ফেরার ব্যাপারটি।