আনন্দ প্রকাশের ভাষা পাচ্ছেন না শান্ত
বিদেশের মাটিতে সিরিজ, বেশিরভাগ সময়েই হতাশা সঙ্গী হয় বাংলাদেশের। আর ফরম্যাটটা টেস্ট হলে তো কথাই নেই! ঘরের বাইরে দীর্ঘতম এই ফরম্যাটে হারই যেন বাংলাদেশের একমাত্র নিয়তি। দুই-একটি সাফল্য থাকলেও সেটা চাপা পড়ে যায় ধারাবাহিক ব্যর্থতায়। কিন্তু পাকিস্তান সফরে এবার বাংলাদেশের গল্পটা ভিন্ন। যেখানে হতাশায় মোড়ানো দলের নাম স্বাগতিক পাকিস্তান।
সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, 'এবার ভালো করার সুযোগ আছে।' তার এই কথায় তখন কে-ই বা ভরসা পেয়েছিল! যদিও প্রথম টেস্টেই পরই ফলে যায় তার কথা। টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের স্বাদ নেয় বাংলাদেশ, জেতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। দাপুটে জয়ে প্রথমবারের মতো আশা জাগে সিরিজ জয়েরও।
এই আশার হিসাবও বাস্তবে মিলিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে শাসন করে দ্বিতীয় টেস্টেও বিজয় কেতন ওড়ায় তারা, তুলে নেয় ৬ উইকেটের জয়। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়, মেলে প্রতিপক্ষকে হোয়াইটয়াশ করার তৃপ্তিও। এবার তাই অন্য অধিনায়কদের মতো হতাশ হয়ে নয়, বিদেশের মাটিতেও মুখে চওড়া হাসি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেলেন শান্ত।
বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই অন্যতম সেরা সাফল্য এই সিরিজ জয়, সেটার নেতৃত্বে শান্ত। অভিজ্ঞ এই ব্যাটসম্যান স্বীকার করে নিলেন, আনন্দ প্রকাশের ভাষা পাচ্ছে না তিনি। উচ্ছ্বাসভরা কণ্ঠে বলে গেলেন, 'এটা আমাদের কাছে অনেক কিছু, ভাষায় প্রকাশ করতে পারব না। সত্যিই খুব খুশি আমরা। এখানে আসার আগে আমাদের লক্ষ্য ছিল জয়। সবাই যেভাবে নিজেদের কাজটা করেছে, তাতে খুবই খুশি আমি।'
শান্তর মতে সম্মিলিত পারফরমান্সেই এই সাফল্য। এমন কি একাদশের বাইরে থাকা চারজন ক্রিকেটারকেও কৃতিত্ব দিলেন তিনি, 'সবাই অবদান রেখেছে এই সিরিজে। দলীয় পারফরম্যান্সে এই সাফল্য এসেছে। যারা খেলার সুযোগ পায়নি, তারাও মাঠের বাইরে অনেক পরিশ্রম করেছে। আমরা সব সময় তাদের কথাই বলি যারা রান করে বা উইকেট নেয়। কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জয় এসেছে।'
সিরিজ শুরুর আগে বাংলাদেশ শিবিরে চিন্তা ছিল। চোটের কারণে ছিটকে যান নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে তার জায়গায় সুযোগ পাওয়া সাদমান ইসলাম কাজটা ঠিকঠাক করেছেন। উদ্বোধনী জুটি নিয়ে শান্ত বলেন, 'চোট ছিল বলে জয় খেলতে পারেনি। কিন্তু সাদমান যেভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে প্রথম টেস্টে ৯৩ রানের ইনিংসটি ছিল দুর্দান্ত। জাকির কাল ৬-৭ ওভার যেভাবে ব্যাটিং করে, মোমেন্টাম আমাদের দিকে চলে আসে। ওদের কাছ থেকে আমরা এমন কিছুই চাই।'