সান্ত্বনার জয়ে শীর্ষেই রইলো অস্ট্রেলিয়া
সিরিজ খোয়াতে হয়েছে আগের ম্যাচেই। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হারলে খোয়াতে হতো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও। শেষ পর্যন্ত তা হয়নি। শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অজিরা। এই জয়ে হোয়াইটওয়াশও এড়িয়েছে সফরকারীরা।
সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচ হারলেও সিরিজ আগেই বোগলদাবা করেছে স্বাগতিকরা। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে তারা।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা ইংল্যান্ড বড় সংগ্রহ গড়তে পারেনি। জনি বেয়ারস্টোর হাফ সেঞ্চুরি ও আরও কয়েকজন ব্যাটসম্যানের মাঝারি ইনিংসে ৬ উইকেট ১৪৫ রান তোলে ইংল্যান্ড। জবাবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের পর দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাচ সেরা মিচেল মার্শ।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা একবারে মন্দ হয়নি অস্ট্রেলিয়ার। উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করেন ম্যাথু ওয়েড ও অ্যারন ফিঞ্চ। ওয়েড ১৪ রান করে থামলেও ফিঞ্চ খেলেন সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস। স্টয়নিসের ব্যাট থেকে আসে ২৬ রান। শেষ কাজটা করেছেন মার্শ। অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন।
এরআগে ব্যাটিং করা ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন ওপেনার জনি বেয়ারস্টো। এ ছাড়া দাউইদ মালান ২১, ভারপ্রাপ্ত অধিনায়ক মঈন আলী ২৩ ও জো ডেনলি ২৯ রান করেন। অজি লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা সর্বোচ্চ ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ১৪৫/৬ (বেয়ারস্টো ৫৫, মালান ২১, মইন ২৩, ডেনলি ২৯*; স্টার্ক ১/২০, হ্যাজলউড ১/৪০, জ্যাম্পা ২/৩৫)।
অস্ট্রেলিয়া: ১৯.৩ ওভারে ১৪৬/৫ (ওয়েড ১৪, ফিঞ্চ ৩৯, স্টয়নিস ২৬, মার্শ ৩৯*, অ্যাগার ১৬*; আর্চার উড ১/৩৮, রশিদ ৩/২১)।
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচ সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
সিরিজ সেরা: জস বাটলার (ইংল্যান্ড)