করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়, তাদের প্রতি ন্যায়বিচার করবেন: অর্থ উপদেষ্টা
বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এক মাস সময় পার হয়েছে। এই সময় বিভিন্ন খাতে সংস্কার নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, 'রিফর্ম (সংস্কার) বিষয়ে মানুষ অস্থির হয়ে গেছে। আর্থিক ব্যাংকিং খাত এবং শিক্ষা খাতে কিছু রিফর্ম হয়েছে, তবে কেউ কেউ বলছে অন্য ক্ষেত্রে তেমন একটা হয়নি।'
আজ শনিবার রাজধানীর রাজস্ব বোর্ডের হেডকোয়ার্টারে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, রাজস্ব খাতের সংস্কার ঠিকমতো না হলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে পারব না।
রোববার ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক আছে জানিয়ে তিনি বলেন, তাদেরকে আমাদের রাজস্ব খাতের সংস্কার বিষয়ে অবহিত করতে হবে।
বিদেশি তহবিলের ওপর নির্ভরশীলতা কমাতে হবে বলেও জানান তিনি।
কর কর্মকতাদের উদ্দেশে সালেহউদ্দিন আহমেদ বলেন, "করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়। তাদের প্রতি ন্যায়বিচার করবেন।"
এই মুহূর্তে অর্থের প্রয়োজন উল্লেখ করে সরকারি অর্থের অপচয় কমানোরও আহ্বান জানান উপদেষ্টা।
অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান রাজস্ব প্রশাসনের ভাবমূর্তি সংকট বলে স্বীকার করেন। এই পরিস্থিতি থেকে পরিত্রাণে তিনি কর কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
এনবিআরকে ব্যবসায়ীবান্ধব না করে ব্যবসাবান্ধব করার পরামর্শ দেন চেয়ারম্যান।
তিনি বলেন, 'নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানকে টার্গেট করে অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে না । আমরা ব্যবসাবান্ধব হব ব্যবসায়ী বান্ধব নয়।'