সাকিবের লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার ব্যাপারে জানে না বিসিবি
নিষেধাজ্ঞা থেকে ফিরতে এখনও দেড় মাসের বেশি বাকি। এরই মধ্যে সাকিব হাসানের দিকে নজর দিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ। আসন্ন লিগটির নিলাম তালিকায় বাংলাদেশ অলরাউন্ডারকে রাখা হয়েছে। যদিও এই ব্যাপারে কিছু জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে সাকিবের নাম থাকায় ধোঁয়াশার তৈরি হয়েছে। কারণ আগামী ২৮ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে তার। কিন্তু লঙ্কা টি-টোয়েন্টি লিগটির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর। নিষেধাজ্ঞায় থাকা কোনো ক্রিকেটারকে নিলামে তোলা যায় কিনা, এ বিষয়টি পরিষ্কার করেনি লঙ্কা প্রিমিয়ার লিগ।
আবার নিয়ম মেনে লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের খেলার প্রক্রিয়া নিশ্চিত হলেও যে তার খেলা হবে, তেমনও নয়। বাইরের লিগে খেলতে হলে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র নিতে হবে বাঁহাতি এই অলরাউন্ডারকে। শনিবার অনাপত্তিপত্রের বিষয়েই প্রশ্ন রাখা হয়েছিল বিসিবির প্রধান নির্বাহীর কাছে।
জবাবে নিজাম উদ্দিন চৌধুরী জানান, সাকিবের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। তিনি বলেন, 'আমাদের কাছে এখনও আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। এলে তখন আমরা বিষয়টা দেখব। আর ঘরোয়া টুর্নামেন্টের জন্য তো আমাদের খেলোয়াড়দের একটি নির্দেশনা দেয়াই রয়েছে। সেটার আলোকেই আমরা সিদ্ধান্ত নেব।'
নিষিদ্ধ ক্রিকেটারকে নিলামে তোলার নিয়ম বা প্রক্রিয়ার বিষয়ে মন্তব্য করেননি বিসিবির প্রধান নির্বাহীও। তবে আইসিসির সঙ্গে যোগাযোগ করে লঙ্কা প্রিমিয়ার লিগের নিলাম সাকিব নিজের নাম দিতে পারেন বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। বিসিবির কাছে বিষয়টি আসেনি বলে এ নিয়ে মাথা ঘামাচ্ছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
গত আগস্টে শুরু হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী এই আসর। করোনাভাইরাসের কারণে আসরটি তিন মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়। আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে ৫ দলের এই টুর্নামেন্ট। পর্দা নামবে আগামী ৬ ডিসেম্বর। ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটায় টুর্নামেন্টটির ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা সফর দিয়ে বাংলাদেশ দলে ফেরার জোর সম্ভাবনা সাকিবের। দ্বিতীয় টেস্ট থেকেই দেশসেরা এই অলরাউন্ডার খেলবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তৃতীয় টেস্ট শেষ হবে ১২ নভেম্বর। অর্থাৎ, লঙ্কা প্রিমিয়ার লিগের তিনদিন আগেই শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ শেষ হবে। এদিক থেকে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলায় বাধা থাকার কথা নয় সাকিবের। তবে নিষিদ্ধ থাকা অবস্থায় কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভেড়াতে পারবে কিনা, তা এখনও পরিষ্কার নয়।
নিষেধাজ্ঞায় থাকা অবস্থায় বিসিবির কোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন না সাকিব। এ কারণে বিকেএসপিকে বেছে নিয়েছেন ৩৩ বছর বয়সী বাংলাদেশ অলরাউন্ডার। প্রাক্তন কৃতি ছাত্রকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিকেএসপি। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত এখানেই পাঁচ সপ্তাহের মতো অনুশীলন করবেন সাকিব।
জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হলেও সাকিবের ওপর বাড়তি দায়িত্ব থাকবে। আগামী এক বছর স্থগিত নিষেধাজ্ঞা থাকবে তার ওপর। এ সময়ে আইসিসির দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে হবে সাকিবকে।