এলপিএলের নিলামে সাকিবের নাম থাকায় জটিলতা নেই: আইসিসি
নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে সাকিবের নাম যোগ করা হয়েছে। নিষিদ্ধ কোনো ক্রিকেটারকে নিলামের তালিকায় যোগ করা যায় কিনা, এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এ বিষয়ে কিছু জানায়নি লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিষয়টি পরিষ্কার করেছে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সরাসরি ক্রিকেটের কোনো কার্যক্রমে অংশ না নিলে ক্রিকেটারের নাম নিলামে থাকতে পারে বলে জানিয়েছে আইসিসি। নিলাম যেহেতু সরাসরি ক্রিকেট কার্যক্রমের মধ্যে পড়ে না, তাই এ বিষয়ে আইসিসির কোনো বিধি-নিষেধ নেই।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন আইসিসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার রাজ শেখর রাও। বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে আইসিসিকে মেইল করলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য দেন তিনি।
ফিরতি মেইলে রাজশেখর রাও লিখেছেন, 'আমাদের বোঝাপড়া অনুযায়ী তিনি যদি সরাসরি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ না নেন, তাহলে এটায় কোনো সমস্যা নেই। নিলামে নাম থাকতে পারে তার।'
আগামী ২৮ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে সাকিবের। কিন্তু লঙ্কা টি-টোয়েন্টি লিগটির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর। নিষেধাজ্ঞায় থাকা অবস্থায় কোনো ক্রিকেটারকে নিলামে তোলা যায় কিনা, এমন প্রশ্নের কারণেই ধোঁয়াশা তৈরি হয়েছিল।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগ। আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে ৫ দলের এই টুর্নামেন্ট। পর্দা নামবে আগামী ৬ ডিসেম্বর। ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটায় টুর্নামেন্টটির ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সাকিব ছাড়াও নিলাম তালিকায় নাম আছে ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদিদের মতো তারকা ক্রিকেটারদের। গত আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তিন মাস পিছিয়ে দেওয়া হয় এই টুর্নামেন্টটি।
শ্রীলঙ্কা সফর দিয়ে বাংলাদেশ দলে ফিরবেন সাকিব। দ্বিতীয় টেস্ট থেকেই বাঁহাতি এই অলরাউন্ডার খেলবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ফেরার প্রস্তুতি হিসেবে গত ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছেন সাকিব। জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব।