চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংকগুলোর সিএসআর খরচ ১২ শতাংশ কমেছে
২০২৪ সালের জানুয়ারি-জুন সময়ে দেশের ব্যাংকগুলো সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) খাতে খরচ করেছে ৩০৯ কোটি টাকা। গত বছরের শেখ ছয় মাসের তুলনায় যা ১২ দশমিক ৪৬ শতাংশ কমেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে – শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অভিযোজনজনিত খাতে সিএসআরের ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে।
এতে দেখা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন-অভিযোজন খাতে এই ব্যয় আগের ছয়মাসের তুলনায় প্রায় ৫০ শতাংশ কমেছে।
আলোচ্য সময়ে শিক্ষাখাতে ব্যয় ৬৩ কোটি টাকা, যা মোট সিএসআর ব্যয়ের ২০ দশমিক ৫৮ শতাংশ, স্বাস্থ্যখাতে ব্যয় প্রায় ৭২ কোটি টাকা, এছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন-অভিযোজন খাতে ব্যয় ৭ কোটি টাকা। অন্যান্য খাতসমূহে ব্যয় ১৬৬ কোটি টাকা, যা মোট সিএসআর ব্যয়ের ৫৩ দশমিক ৭৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয়মাসে, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতিসহ অন্যান্য উপখাতেও ব্যয় করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা উপখাতে মোট ১৩৮কোটি টাকা ব্যয়ের মধ্যে দেশের শীতপ্রধান অঞ্চলের শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ, বন্যা পরবর্তী দুর্গত পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন খাতে অনুদান প্রদান করা হয়েছে।
দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৮টি ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে এক টাকাও সিএসআর বাবদ ব্যয় করেনি। তবে এই সমেয় সবচেয়ে বেশি বিতরণ করেছে প্রিমিয়ার ব্যাংক ৪৬ কোটি টাকা, এক্সিম ব্যাংক ২৮ কোটি ও ইসলামী ব্যাংক ২৬ কোটি টাকা।
চলতি সময়ে সিএসআর ব্যয়ের ৯৬ শতাংশ করেছে বেসরকারি ব্যাংক, সরকারি ব্যাংক করেছে মাত্র ১ শতাংশ। এছাড়া বিদেশি বাণিজ্যক ব্যাংকগুলো করেছে ২ শতাংশ।