কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তেহরানের পরিস্থিতি স্বাভাবিক: ইরানের বার্তাসংস্থা
স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানের রাজধানীতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের দিকে তেহরানের পশ্চিমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয়রা। তবে এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ সময় যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রের শব্দ শোনার কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া, শহরে আগুন বা ধোঁয়া দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
কয়েকটি সূত্র জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে ইমাম খোমেনি (রহ.) ও মেহরাবাদ বিমানবন্দরসহ রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে, শনিবার ভোরে ইরানের 'সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা' চালানোর কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
'কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার' জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
এক বিবৃতিতে হোয়াইট হাউজও জানিয়েছে, 'আত্মরক্ষার' অংশ হিসেবে ইরানে এই হামলা চালিয়েছে ইসরায়েল।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, শনিবার সকালে তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরানের 'সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা' হামলাটি 'সফলভাবে প্রতিহত এবং মোকাবিলা' করতে পেরেছে।