আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ‘খুবই কম’
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তার খেলার সম্ভাবনা কম। এ ব্যাপারে নিশ্চিত করে কিছু না বললেও বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইঙ্গিত দিয়েছেন সাকিবের আফগানিস্তান সিরিজে না খেলার ব্যাপারে।
শারজায় আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দল দুই ভাগে সংযুক্ত আরব আমিরাতে যাবে ৩ নভেম্বর। তার আগে দুই-একদিনের মধ্যেই সিরিজের দল ঘোষণা হওয়ার কথা রয়েছে।
আজ ফারুক আহমেদের কথায় অনেকটাই স্পষ্টই হয়ে গেছে যে, দলে সাকিবের থাকার সম্ভাবনা খুবই কম। তিনি এও জানান, এই সিরিজে না খেলার কথা সাকিব নিজেই ভাবছেন। ফারুক বলেছেন, 'সাকিব যখন চেষ্টা করেও দেশে শেষ টেস্ট খেলতে পারলো না, এরপর থেকে মনে হয় সে অনুশীলনেও খুব একটা নেই। নিজেকে প্রস্তুত করতে কিছু সময় দরকার তার। এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়ে যায়নি, তবে পরের সিরিজে তার খেলার সম্ভাবনা কম। বলছি না যে খেলবে না নিশ্চিত হয়ে গেছে, তবে মিস করার সম্ভাবনাই বেশি। এটা তার মানসিক অবস্থার ওপর নির্ভর করে।'
ফারুক আরও যোগ করেন, 'সে যত শক্ত মানসিকতারই হোক না কেন, মানসিকভাবে সমস্যা হবেই। শেষ টেস্টটা সে দেশে খেলতে পারেনি, এর জন্য মন খারাপ হবেই। এরপর যখন অনুশীলন করতে পারেনি, সে পেশাদার; সে ভেবেছে এ অবস্থায় সিরিজটা খেললে দেশের জন্য ভালো হবে না, তার জন্যও ভালো হবে না।'
আফগানিস্তান সিরিজ না খেললেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। আবুধাবিতে একটা টি–টেন টুর্নামেন্টে খেলবেন সাকিব। সেখানে তার একটা প্রস্তুতিও হয়ে যাবে। এরপর জাতীয় দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলতে চাইলে বোর্ডকে জানাবেন সাকিব। তখন প্রয়োজন মনে হলে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে তাকে দলে রাখা হতে পারে।