জাতীয় দলের সবার মুখে ‘এম আর ১৫ মাস্ক’
'এন ৯৫' মাস্কের মতো এটা হয়তো অন্য কোনো মাস্ক; এমন ভেবে ভুল হতে পারে যে কারও। করোনাকালে মাস্কের যে কয়টি নাম সবার মুখে মুখে শোনা গেছে, এর মধ্যে 'এন ৯৫' অন্যতম। এই নামটিও কাছাকাছি। কিন্তু এটা বিশেষায়িত কোনো মাস্ক নয়। এটি মাস্কের নামও নয়।
'এম আর ১৫' মুশফিকুর রহিমের ফাউন্ডেশনের নাম। ফাউন্ডেশনের নামে মাস্ক বানিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। এই মাস্ক দলের সবাইকে উপহার দিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
বৃহস্পতিবার মুশফিকের দেওয়া মাস্ক দলের সবাই পরেছিলেন। অনুশীলনে নামার আগে এই মাস্ক পরে ফটো সেশনও হয় পুরো দলের। কেবল সতীর্থদেরই নয়, কোচিং স্টাফ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, গ্রাউন্ডসম্যানদেরও মাস্ক উপহার দিয়েছেন জাতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম এই কান্ডারি।
মুশফিকের উপহার বলেই সবাই মাস্ক পরেছিলেন। কারণ জৈব সুরক্ষা বলয়ে থেকে অনুশীলনের সময় মাস্ক পরার প্রয়োজন হয় না ক্রিকেটারদের।
চারদিনের ছুটির পর জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে বৃহস্পতিবার। এরআগের দিন স্কিল ক্যাম্পের ২৭ ক্রিকেটার, কোচিং স্টাফদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে বিসিবি। পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন।
গত ২৩ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হওয়া জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহিও ৮ দিনের মাথায় করোনা নেগেটিভ হয়েছেন। ডানহাতি এই পেসার ছাড়া বাকি ক্রিকেটাররা ক্যাম্পের অংশ হিসেবে বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে উঠেছেন।