করোনাক্রান্ত ট্রাম্প: অক্সিজেন স্তর পতনের পর অবস্থা উন্নতির দিকে
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে করোনাক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে আশাব্যঞ্জক খবর শুনিয়েছেন, হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা মার্ক মিডোজ। তবে একইসঙ্গে এও জানান যে, গত শুক্রবার সকালে তার রক্তে অক্সিজেনের পরিমাণ অতিদ্রুত কমছিল।
মিডোজ জানান , বর্তমানে ট্রাম্পের শরীরে জ্বর নেই এবং অক্সিজেন স্তরও সন্তোষজনক অবস্থায় রয়েছে। তবে শুক্রবার সকালে জ্বরের মধ্যেই অক্সিজেন কমেছিল ট্রাম্পের শরীরে। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন মিডোজ এবং ট্রাম্পের প্রধান চিকিৎসক ডা. সিন কনলি।
তারপর থেকে প্রেসিডেন্টের স্বাস্থ্যে 'অবিশ্বাস্যরকম উন্নতি' দেখা গিয়েছে বলে জানান মিডোজ। খবর সিএনএনের।
তিনি দাবি করেন, সাবধানতার অংশ হিসেবে চিকিৎসকরা ট্রাম্পকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে ট্রাম্প এ বিষয়টি প্রথমে আমলে নেননি, তাই তার অবর্তমানে দায়িত্বভার অন্য কারও উপর অর্পণের প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি।
এছাড়া, গত শনিবার রাতে টুইটারে দেওয়া ট্রাম্পের ভিডিও বার্তা মাত্র কয়েক ঘণ্টা আগেই ধারণ করা হয়েছিল বলে জানান মিডোজ। পাশাপাশি মার্কিন রাষ্ট্রপতির বর্তমান শারীরিক অবস্থা ঘিরে তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প বর্তমানে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবারই তাকে সেখানে স্থানান্তর করা হয়। এখানে আগামী কয়েকদিন তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা।