ট্রাম্পের মতো কংগ্রেস ভবনের ভেতরে শপথ নিয়েছিলেন যে-সব মার্কিন প্রেসিডেন্ট
সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান এবার বাইরে খোলা জায়গায় নয়, আয়োজন হবে ক্যাপিটল ভবনের ভেতরে। প্রায় ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ইনডোরে অনুষ্ঠিত হবে।
ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথবাক্য পাঠ করানো হবে ক্যাপিটল ভবনের রোটুন্ডায়। উদ্বোধনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে ক্যাপিটল ওয়ান এরিনায়। এর আগেও ঠাণ্ডা আবহাওয়ার কারণে কয়েকজন প্রেসিডেন্ট ইনডোরে শপথ অনুষ্ঠান করেছেন।
১৯৮৫ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি ফারেনহাইট। সেবারও শপথ অনুষ্ঠান ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হয়েছিল এবং উদ্বোধনী কুচকাওয়াজ বাতিল করা হয়।
১৯০৯ সালে প্রবল তুষারঝড়ে ১০ ইঞ্চি বরফ জমার পর প্রেসিডেন্ট উইলিয়াম টাফট সিনেট চেম্বারে শপথ গ্রহণ করেন। তবে তুষার সত্ত্বেও সেবার কুচকাওয়াজ বাইরে অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়েছিলেন ২০ হাজার মার্চার। টাফট সেসময় রসিকতা করে বলেছিলেন, 'আমি জানতাম, আমি প্রেসিডেন্ট হলে দোজখেও ঠাণ্ডা পড়বে।'
কিছু প্রেসিডেন্ট অবশ্য প্রতিকুল আবহাওয়ার মধ্যেও বাইরের অনুষ্ঠান করেছেন। ১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ২২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় শপথ গ্রহণ করেন। তার আগের দিন হঠাৎ ৮ ইঞ্চি তুষার পড়ে ডিসি এলাকা স্থবির করে দিয়েছিল। সেনাবাহিনীর প্রকৌশলীরা অতিরিক্ত সময় কাজ করে তুষার পরিষ্কার করেন অনুষ্ঠানের জন্য।
এদিকে, ট্রাম্প তার সমর্থকদের উষ্ণ পোশাক পরার আহ্বান জানিয়েছেন এবং টেলিভিশনে অনুষ্ঠানটি দেখার পরামর্শ দিয়েছেন।
১৭ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প বলেন, 'দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। আমি চাই না কেউ কোনোভাবে আহত হোক বা ক্ষতিগ্রস্ত হোক। তাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে শপথ গ্রহণ বক্তৃতাসহ অন্যান্য কার্যক্রম ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হবে।'
ইনডোর আয়োজনে দর্শক সংখ্যা সীমিত থাকবে। ক্যাপিটল প্রাঙ্গণে ২ লাখ ২০ হাজার টিকিটধারী দর্শকের জন্য যে আয়োজন করা হয়েছিল, তার বড় একটি অংশ এবার আর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।