হতাশায় মিলিয়ে গেল দাপুটে ব্যাটিংয়ের তৃপ্তি, নিগারদের হার
লক্ষ্য যা ছিল, সেটা পাড়ি দিতে বাংলাদেশকে রেকর্ড গড়তে হতো। টি-টোয়েন্টিতে এতো রান তাড়া করে কখনও জেতেনি বাংলাদেশের মেয়েরা। এমন লক্ষ্যেও দারুণ সতেজ বাংলাদেশের দেখা মেলে। দিলারা আক্তার-সোবহানা মোস্তারীর গড়া রেকর্ড উদ্বোধনী জুটিতে জয়ের পথেই এগিয়ে যেতে থাকে স্বাগতিকরা। কিন্তু ১০০ পেরিয়ে হঠাৎ দিকহারা অবস্থা, পরে তাজ নেহার-শারমিন আক্তার সুপ্তা চেষ্টা করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ রানে হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইটয়াশ করা বাংলাদেশ আজকের ম্যাচে দারুণ ব্যাটিং করাসহ বেশ কিছু সুযোগ পেয়েছিল। আয়ারল্যান্ড ৬টি ক্যাচ ছাড়ে, কাজে লাগাতে পারেনি একটি করে স্টাম্পিং ও রান আউট করার সুযোগ। কিন্তু এসবকে কাজে লাগিয়ে জয়ের বন্দরে যেতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
টস জিতে আগে ব্যাটিং করতে নামা আয়ারল্যান্ড ভালো শুরু করতে না পারলেও দ্রুত গতিতে রান তুলেছে। অধিনায়ক গ্যাবি লুইস ও ম্যাচসেরা লিয়া পলের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ১৬৯ রান তোলে আইরিশরা। জবাবে দিলারা-মোস্তারীর দাপটে বিনা উইকেটে ১০০ ছাড়ালেও ৭ উইকেটে ১৫৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফল রান তাড়া শ্রীলঙ্কার বিপক্ষে, গত বছরের মে মাসে ১৪৬ রান করে জেতে তারা।
লক্ষ্য তাড়ায় দাপুটে শুরু করে বাংলাদেশ। দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভার থেকে বিনা উইকেটে ৫৬ রান পায় স্বাগতিকরা। নবম ওভারে তাণ্ডব চালান দিলারা-মোস্তারী, আইরিশ স্পিনার ফ্রেয়া সারজেন্টের করা ওভারে ২টি ছক্কা ও ২টি চারসহ ২১ রান তোলেন তারা। বাংলাদেশের দলীয় শতরান পূর্ণ হয় ১১.১ ওভারে। তখন মনে হচ্ছিল, ভালোভাবেই জিততে যাচ্ছে তারা। কিন্তু ১০০ পেরিয়ে ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এর আগে ৭২ বলে ১০৩ রান যোগ করেন দিলারা-মোস্তারী। যা উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সেরা, যেকোনো উইকেটে তৃতীয় সেরা।
৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করে থামেন মোস্তারী। দলীয় ১০৯ রানে বিদায় নেন দিলারাও। ডানহাতি এই ওপেনার ৪১ বলে ২টি করে ৪ ও ছক্কায় ৪৯ রান করেন। টিকতে পারেননি অধিনায়ক নিগার, এক রান পরই থামেন তিনি। ৫ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর ১৩ বলে ২টি চারে সুপ্তার অপরাজিত ১৩ ও তাজ নেহারের ১৪ বলে করা ১৯ রান যথেষ্ট হয়নি জেতার জন্য। আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট ও আর্লেন কেলি ৩টি করে উইকেট নেন।
এরআগে ব্যাটিং করা আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন লিয়া পল। ব্যাট হাতে ঝড় তোলা আইরিশ এই ব্যাটার ৪৫ বলে ১০টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন। অধিনায়ক গ্যাবি লুইসও ছিলেন দুর্বার, ৪২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করেন তিনি। এ দুজন তৃতীয় উইকেটে ৬৪ বলে ১০৭ রানের জুটি গড়েন। এই জুটিতেই মূলত বড় সংগ্রহ পায় আইরিশরা। বাংলাদেশের জাহানারা, ফারিহা, জান্নাতুল ও নাহিদা একটি করে উইকেট নেন।