টানা দুই হারে টি-টোয়েন্টি সিরিজ খোয়াল বাংলাদেশ
কয়েক দিনের ব্যবধানের মুদ্রার এপিঠ-ওপিঠ দেখা হয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে দাপট দেখানো দলটিই সিলেটে গিয়ে অন্য ফরম্যাটে হারিয়ে ফেললো দিশা। সম্ভাবনা জাগিয়েও টানা দুই ম্যাচে হেরে খোয়াল সিরিজ।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ রানে হেরে গেছে বাংলাদেশ। বাকি থাকা ম্যাচটি নিগার-সুপ্তাদের জন্য হয়ে উঠলো নিয়ম রক্ষার, অবশ্য হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ থাকবে তাদের সামনে। আগামী ৯ ডিসেম্বর একই ভেন্যুতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আইরিশ মেয়েদের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাটিং করতে নামা আয়ারল্যান্ড স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি। অ্যামি হান্টার, ম্যাচসেরা ওরলা প্রেন্ডারগাস্ট, লড়া ডেলানিদের ব্যাটে ৫ উইকেটে ১৩৪ রান তোলে আইরিশরা। জবাবে বাজে শুরুর পর শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তারের ব্যাটে জয়ের পথ খুঁজে পেলেও সেখানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ, ১৭.১ ওভারে ৮৭ রানে অলআউট হয় তারা।
লক্ষ্য তাড়ায় সুপ্তা ও স্বর্ণা ছাড়া কেউ-ই দলকে পথ দেখাতে পারেননি। তাদের বাইরে কেবল একজন দুই অঙ্কের রান করেন। বাকি ৮ জন ব্যাটার উইকেটে ক্ষণিকের অতিথি ছিলেন। ২২ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন সুপ্তা ও স্বর্ণা। পঞ্চম উইকেটে ৪২ বলে ৪৮ রানের জুটি গড়েন তারা। কিন্তু তাদের জুটি ভাঙতেই শুরুর মতো আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাকি ব্যাটাররা।
১৬ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্যাট হাতে দারুণ ছন্দ খুঁজে নেওয়া সুপ্তা ৪৩ বলে একটি চারে ৩৮ রান করেন, যা বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ। এ ছাড়া স্বর্ণা ২১ বলে একটি চারে ২০ ও দিলারা আক্তার ১০ রান করেন। ব্যাট হাতে অবদান রাখা আইরিশ অলরাউন্ডার বল হাতে দারুণ করেন। ৩.১ ওভারে মাত্র ১৩ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন আর্লেন কেলি ও লরা ডেলানি। একটি উইকেট পান আলানা ড্যালজেল। বাংলাদেশেল বাকি দুই ব্যাটার রান আউট হন।
এর আগে ব্যাটিং করা আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ডেলানি। আইরিশ এই অলরাউন্ডার ২৫ বলে ৪টি চারে ৩৫ রান করেন। ম্যাচসেরা প্রেন্ডারগাস্ট ২৫ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩২ রান করেন। অ্যামি হান্টার ২৩, অধিনায়ক অ্যাবি লুইস ১৪ ও লিয়া পল ১৬ রান করেন। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন।