শেষ ওভারে দুই ক্যাচ মিস, নাটকীয় হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ছোট সংগ্রহ গড়েও বল হাতে দারুণ করে লড়াইটা জমিয়ে তোলে বাংলাদেশ। জেতার সম্ভাবনা বাঁচিয়ে রাখে শেষ ওভার পর্যন্ত। আয়ারল্যান্ডের জন্য পথটা কঠিনই ছিল, ৫ বলে তাদের প্রয়োজন দাঁড়ায় ১৪ রান। এমন সময়ে দুটি ক্যাচ ছাড়ে বাংলাদেশ, সুযোগ কাজে লাগিয়ে টানা তিন চারে দলকে রোমাঞ্চকর এক জয় এনে দেন লরা ডেলানি।
ফরম্যাটের ভিন্নতায় ভালোভাবেই বাস্তবতা বুঝতে পারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দাপট দেখানো দলটিই টি-টোয়েন্টিতে থেকে গেল ছন্নছাড়া। ওয়ানডেতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে সংক্ষিপ্ততম ফরম্যাটে একই তো স্বাদ পেল নিগার সুলতানা জ্যোতির দল।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমবারের মতো দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ, প্রথমবারের মতো হারলো সিরিজও।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে পারেনি। সোবহানা মোস্তারী ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটে ৭ উইকেটে ১২৩ রান তোলে স্বাগতিকরা। এর বাইরে বেল একজন দুই অঙ্কের রান করেন, ব্যাটিং করা বাকিদের মধ্যে কেউ ৮ রানের বেশি করতে পারেননি। জবাবে অ্যামি হান্টার, গ্যাবি লুইস, রেবেকার স্টোকেলের লড়াইয়ের পর শেষ ওভারের রোমাঞ্চ জয় করে দলকে জেতান ম্যাচসেরা ডেলানি।
শেষ ওভারে জেতার জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ১৫ রান। স্বর্ণা আক্তারের করা ওভারের প্রথম বল থেকে একটি রান নিলেও উইকেট হারাতে হয় তাদের। দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হন আর্লেন কেলি। স্বর্ণার করা দ্বিতীয় ডেলভারিটি ছিল ফুলটস, ঠিকমতো টাইমিং না হওয়ায় ক্যাচ যায় লং অফে। কিন্তু সহজ ক্যাচ হাতছাড়া করেন রিতু মনি।
উল্টো ২ রান পায় আয়ারল্যান্ড। এরপর টানা দুই চার মারেন জীবন পাওয়া ডেলানি। এরপরও সুযোগ পায় বাংলাদেশ। আইরিশদের যখন ২ বলে ৪ রান দরকার, ডেলানি শট খেলতে গিয়ে আবারও ক্যাচ তোলেন। লং অফে দাঁড়ানো জান্নাতুল ফেরদৌস বলের গতিপথ বুঝতে পারেননি। ক্যাচ তো নিতেই পারেননি, উল্টো চার হয়ে যায়।
ম্যাচ জেতানো ডেলানি ৩১ বলে ৪টি চারে ইনিংস সেরা ৩৬ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া হান্টার ২৮, লুইস ১১, ব্যাটে-বলে আলো ছড়িয়ে সিরিজ সেরার পুরস্কার জেতা ওরলা প্রেন্ডারগাস্ট ১১ ও রেবেকা ১৯ রান করেন। বাংলাদেশের রাবেয়া খান ২টি এবং নাহিদা আক্তার ও জান্নাতুল একটি করে উইকেট পান।
এর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারী। ডানহাতি এই ব্যাটার ৪৩ বলে ৬টি চারে ৪৫ রান করেন। ১৬ মাসের বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে রানের ফোয়ারা বইয়ে দেওয়া শারমিন সুপ্তা আজও রান পান। ৩৩ বলে ৪টি চারে ৩৪ রান করেন তিনি। এর বাইরে কেবল মুর্শিদা খাতুন দুই অঙ্কের রান করেন, তার ব্যাট থেকে আসে ১২ রান। আয়ারল্যান্ডের প্রেন্ডারগাস্ট ৪টি ও এইমি ম্যাগুয়ার ২টি উইকেট নেন।