অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জন বাদে ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
এক দফা পেছানোর পর অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জনকে বাদ দিয়ে অবশেষে ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশ একাডেমি সারদাতে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করেন পুলিশের আইজিপি বাহারুল আলম।
একাডেমি সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে অতিথিবৃন্দ আসন গ্রহণ করার পর বুধবার সকাল ১০টায় শুরু হয় মূল পর্ব। শুরুতে প্রধান অতিথি আইজিপি বাহারুল আলম প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এরপর সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ২২ জন নারীসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই।
তারা ৮ টি কন্টিনজেন্টে ভাগ হয়ে কুচকাওয়াজে অংশ নেন। এতে সেরা অ্যাকাডেমিক হন ক্যাডেট বদিউজ্জামান, ইনফিল্ডে সেরা হয়েছেন নজরুল ইসলাম। সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যাডেট আরিফুল ইসলাম। সবার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আইজিপি।
কুচকাওয়াজ শেষে শপথ গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করেন পুলিশের আইজিপি বাহারুল আলম।
বক্তব্যে তিনি নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
এসময় তিনি বলেন, "অন্তবর্তীকালীন সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে। পুলিশ সংস্কার কমিশনের এই মহৎ উদ্যোগের সাথে সবাই একাত্ম।"
প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন পুলিশ সদস্যদের বলেন, "অপরাধ দমন ও জনগণের জীবন, নিরাপত্তা ও সমাজের শান্তিশৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের প্রধান কাজ।"
পরিবর্তিত পরিস্থিতিতে নতুনদের সৃজনশীল প্রতিভার প্রতি আস্থা রাখতে চান বলেও জানান তিনি। পাশাপাশি, দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তায় জোর দেন তিনি।
সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২১ জন এসআই ছিলেন। তারা ২০২৩ সালের ৪ নভেম্বর সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। এর মধ্যে বিভিন্ন সময়ে গুরুতর অপরাধের অভিযোগে ২২ জনকে বাদ দেওয়া হয়। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ জন এসআইকে শোকজ করে একাডেমি। ইতোমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন, ১৮ নভেম্বর ৩ জন এবং সর্বশেষ ১ জানুয়ারি ৮ জনকে অব্যাহতি দেওয়া হয়। এই এসআইদের সমাপনীর তারিখ গত ২৬ নভেম্বরও স্থগিত করা হয়েছিল।
এদিকে, বিভিন্ন 'অজুহাতে' প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া এসআই ঢাকায় সচিবালয়ে গত সোমবার বিকেল থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের গায়ে কাফনের কাপড়ও দেখা গেছে। গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
অব্যাহতি পাওয়া এসআইদের বিরুদ্ধে 'নাশতা না খেয়ে বিশৃঙ্খলা এবং প্রশিক্ষণ চলাকালে হইচই' করার অভিযোগ আনা হয়েছিল।