গাজা যুদ্ধবিরতি অর্জনের দাবি নিয়ে বাইডেন ও ট্রাম্পের 'কমিক' আচরণ
আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের বিশিষ্ট ফেলো রামি খৌরি বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বাইডেন এবং ট্রাম্পের কৃতিত্ব নেওয়ার প্রচেষ্টা "প্রায় হাস্যকর", যেখানে "১০০ শতাংশ ইসরায়েলি গণহত্যাকে সমর্থন করা" তাদের প্রকৃত আচরণ ছিল।
খৌরি বলেন, "আজ তাদের ঘোষণাতেও তারা ফিলিস্তিনিদের আসল মানুষ হিসেবে উল্লেখ করেনি।" একই সাথে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতির ফলস্বরূপ মার্কিন গণমাধ্যম প্রায় একচেটিয়া ভাবে গাজার বন্দি ইসরায়েলিদের মুক্তির ওপর মনোযোগ দিয়েছে।
রামি খৌরি বলেন, "তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্টের আচরণ, কংগ্রেসের কর্মকাণ্ড এবং মার্কিন গণমাধ্যমের পারফরম্যান্সে আবারও নিশ্চিত হওয়া গেল, এটি আসলে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার এবং সমতার বিষয়ে নয়।"
তিনি বলেন, "এটি আমেরিকার শক্তির প্রদর্শন এবং এর ফলে তারা মনে করে, এই অঞ্চলে কী ঘটবে তারা তা নির্ধারণ করতে পারবে।"
খৌরি আরও বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার যুদ্ধবিরতি ঘোষণার পরও বহু মানুষের জীবন নিয়েছে এবং তারা "রোববার পর্যন্ত মানুষ হত্যায় লিপ্ত থাকবে"।
তিনি বলেন, "এটি তাদের ঐতিহ্য। তারা লেবাননে যুদ্ধবিরতির আগে একই কাজ করেছে।"
প্রসঙ্গত, ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে বলে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা জানিয়েছে। খবর বিবিসি'র।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানিয়েছেন, ইসরায়েলের মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদন করলে এটি রোববার থেকে কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আট মাস আগে তৈরি করা পরিকল্পনার ফলাফল হিসেবে এই চুক্তি সম্ভব হয়েছে। তিনি বলেন, "হামাসের ওপর তীব্র চাপ, লেবাননে যুদ্ধবিরতি ও ইরানের দুর্বলতার পাশাপাশি মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার ফলে এটি সম্ভব হয়েছে।"
পরবর্তী সংবাদ সম্মেলনে বাইডেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতার প্রশংসা করেন। ট্রাম্প নিজের অভিষেকের আগে উভয় পক্ষের ওপর জিম্মিদের মুক্তির জন্য চাপ প্রয়োগ করেছিলেন। বাইডেন জানান, "শেষ কয়েক দিনে আমরা এক দল হিসেবে কাজ করেছি।"
কাতার ও হোয়াইট হাউজের আনুষ্ঠানিক ঘোষণার আগেই ট্রাম্প প্রথমে চুক্তির খবর নিশ্চিত করেন। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই "ঐতিহাসিক চুক্তি"র জন্য কৃতিত্ব দাবি করে বলেন, "নভেম্বরে আমাদের ঐতিহাসিক বিজয়ের কারণেই এটি সম্ভব হয়েছে।"