জয়ের আনন্দে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
জীবন আপনাকে কখন কোন মোড়ে নিয়ে দাঁড় করাবে, আপনি কখনই তা আঁচ করতে পারবেন না। বিপিএলের দল চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদের কথাই ধরুন। ঘরের মাঠে জয় দিয়ে শুরুর করার আনন্দ নিয়ে মাঠ ছেড়েছিলেন ডানহাতি এই পেসার। কিন্তু তার মুখের হাসি যে বেশি সময় টিকবে না, কে জানতো! হাসি মুখে মাঠ ছেড়ে দলের সঙ্গে হোটেলে ফিরতেই জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটি শুনতে হলো খালেদকে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার মা।
বৃহস্প্রতিবার রাতে মারা গেছেন খালেদের মা। সিলেটের এই ক্রিকেটারের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে চিটাগং কিংস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে এক ফেসবুক পোস্টে খালেদের মায়ের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে চিটাগং কিংস। তারা লেখে, 'প্রিয় মাকে হারানোয় খালেদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জন্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।'
এই পোস্টে খালেদের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিপিএলের আরেক দল সিলেট স্ট্রাইকার্স। দলটি লিখেছে, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট স্ট্রাইকার্স পরিবার গভীর শোক প্রকাশ করছে। আমরা মুরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।'
চিটাগং কিংস পোস্ট দেওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদের মায়ের মৃত্যুর খবরটি ভেসে বেড়াচ্ছিল। মধ্যরাতে খবরটির সত্যতা মেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ বছর বয়সী জাতীয় দলের এই পেসার চট্টগ্রামে তার দলের সঙ্গেই অবস্থান করছেন।
এমন খবর পাওয়ার আগে দলের মতো নিজের দিনটিও ভালো যায় খালেদের। দলের দাপুটে জয়ে বল হাতে আলো ছড়ান বাংলাদেশের এই পেসার। ৪ ওভারে ২৬ রান খরচায় ২টি উইকেট নেন তিনি। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে খুলনা টাইগার্সেকে ৪৫ রানে হারায় চিটাগং কিংস, যা তাদের টানা চতুর্থ জয়। দলের দুর্বার পথচলায় খালেদও আছেন বেশ ছন্দে, ৫ম্যাচ তার শিকার ৮ উইকেট।