মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
হাসপাতালের আবাসিক সার্জন (ইমারজেন্সি) শাওন বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবুল কাজী বনানীর ২৩ নম্বর রোডে ১০৯ নম্বর বাড়ির চতুর্থ তলায় থাকতেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাথরুমে গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। পৌনে ৭টার দিকে তাকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য ১২ ও ১৯ সদস্যের পৃথক দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল রোববার রাত ৮টার দিকে বাবুল কাজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
জাতীয় কবির ছেলে আবৃত্তিকার সব্যসাচী কাজী ও উমা কাজীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী।
ঘটনার পর মিষ্টি কাজীর বরাত দিয়ে শাওন বিন রহমান জানিয়েছিলেন, বাবুল কাজী স্বভাবতই সকালে ওয়াশরুমে ধূমপান করেন। ঘটনার দিনও একইভাবে ধূমপানের সময় লাইটার জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়।