পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএলএল) আবার শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টটির প্লে অফ খেলতে পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
তামিম-মাহমুদউল্লাহর খেলার বিষয়টি পিএসএল কর্তৃপক্ষ সোমবার নিশ্চিত করেছে। আগামী ১৪ নভেম্বর করাচিতে শুরু হবে প্লে অফ। করোনা বিরতির পর শুরু হতে যাওয়া আসরটিতে তামিম খেলবেন লাহোর কালান্দার্সে। মাহমুদউল্লাহ খেলবেন মুলতান সুলতানসের হয়ে।
তামিম-মাহমুদউল্লাহ দুজনই সুযোগ পেয়েছেন বদলি হিসেবে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিস লিন নাম প্রত্যাহার করে নেওয়ায় ডাক পেয়েছেন তামিম। আর ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর জায়গায় সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ।
পিএসএলে খেলার অভিজ্ঞতা আগেই হয়েছে তামিম-মাহমুদউল্লার। পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টটি খেলেছেন তারা। আবারও যাচ্ছেন আসরটিতে খেলতে। বাংলাদেশের দুই ক্রিকেটারই মুখিয়ে আছেন নিজের দলের হয়ে সেরাটা দিতে।
লাহোরের হয়ে মাঠে নামতে তর সইছে না তামিমের, 'আবারও পিএসএলে নামতে উন্মুখ হয়ে আছি। লাহোর কালান্দার্সের এবারের পথচলা দারুণ। এ বছর শিরোপা জিততে আমি আমার দলকে সাহায্য করতে চাই।' এর আগে পেশোয়ার জালমির হয়ে খেলার অভিজ্ঞতা আছে তামিমের ।
মাহমুদউল্লাহ শিরোপা নিয়ে কিছু না বললেও মুলতানের ভক্তদের মুখে হাসি ফোটাতে চান, 'পিএসএলে খেলাটা সম্মানের। এ বছর ক্রিকেটটা অন্যরকমভাবে খেলা হচ্ছে। আশা করছি, আমাদের ভক্তদের মুখে হাসি ফোটাতে অবদান রাখতে পারব।'
গত ২০ ফেব্রুয়ারি মাঠে গড়িয়েছিল পিএসএলের এবারের আসর। প্লে অফের খেলা বাকি থাকতে বেশ কয়েকজন ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়াল করোনায় আক্রান্ত হন। যে কারণে মার্চে আসরটি স্থগিত করা হয়।