হাসিনার ভাষণ মিডিয়ায় প্রচার করা মানে তাকে সহযোগিতা করা: হাসনাত
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/hasnat-1.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, হাসিনার ভাষণ যদি কোনো গণমাধ্যমে প্রচার করা হয়, তাহলে ধরে নিতে হবে, সেই গণমাধ্যম হাসিনাকে সহযোগিতা করছে। জাতির আশা–আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্রলীগ ও শেষ হাসিনা এখন ক্লোজড চ্যাপ্টার। এই চ্যাপ্টার গত ৫ আগস্ট শেষ হয়ে গেছে। তারা যদি প্রাসঙ্গিক থাকত, তাহলে তাদের পালাতে হতো না।
এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ এক ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, 'মিডিয়ায় এখনও দেখি সাবেক প্রধানমন্ত্রী লেখা হয়। উনি কি সাবেক, নাকি ফ্যাসিবাদের "বুচার অব দিস মাদারল্যান্ড"? তিনি বাংলাদেশের বুচার (কসাই)। তিনি চেয়ার টিকিয়ে রাখতে দুই হাজার মানুষ হত্যা করেছেন। কেন মিডিয়াতে ফ্যাসিবাদী খুনি হাসিনা লেখা হয় না? ফ্যাসিবাদী খুনি হাসিনা যদি না লেখেন বা না বলেন, আপনারা আওয়ামী কাঠামো বা মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা অব্যাহত রাখছেন।'
তিনি বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদবিরোধী যে দলগুলো আছে, তাদের সঙ্গে আমাদের মতের পার্থক্য হবে, রাজনৈতিক মতপার্থক্য হবে, বিভাজন থাকবে। কিন্তু এক জায়গায় স্পষ্ট, হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবে এ দেশে হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়ায় প্রচার করা হয়, তাহলে ধরে নিতে হবে মিডিয়া হাসিনাকে এখনও সহযোগিতা করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।