হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/bpl_finals_.jpg)
৩৯ দিনের মাঠের লড়াই শেষে পর্দা নামার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। শিরোপার লড়াইয়ে কাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়বে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ফাইনাল ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিপিএলের ফাইনাল শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। কিন্তু আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে। টস হবে সাড়ে ৫টায়। ২০ মিনিটের ইনিংস বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু সময় ধরা হয়েছে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট। দ্বিতীয় ইনিংস শেষ করার সময় রাত ৯টা ২০ মিনিট।
এবারের বিপিএলে এখন পর্যন্ত সফলতম দল ফরচুন বরিশাল। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা জয়ে শুরুর পর দুর্বার ছন্দে সামনে এগিয়েছে। লিগ পর্বের ১২ ম্যাচের ৯টি জিতে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠে তামিম ইকবালের দল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে উড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে বরিশাল।
এক যুগ পরে বিপিএলে ফিরেই চমক দেখিয়েছে চিটাগং কিংস। যদিও তাদের শুরুটা ভালো ছিল না, খুলনা টাইগার্সের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু হয় দলটির। টানা চার জয়ের পর দিক হারালেও ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি চিটাগং। ১২ ম্যাচের ৮টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বর জায়গাটি দখলে নেয় তারা।
প্রথম কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষে হারলেও দ্বিতীয় সুযোগে খুলনাকে হারিয়ে ফাইনালের টিকেট কাটে চিটাগং। ২০১৩ বিপিএলের ফাইনাল খেলার পর আসরটিতে আর অংশ নেয়নি তারা। ১২ বছর পর ফিরেই ফাইনালে ওঠে প্রথম শিরোপার আশায় থাকা বন্দর নগরী চট্টগ্রামের দলটি।