মসজিদে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
করোনাভাইরাস বাস্তবতায় দেশের সব মসজিদে আসা মুসল্লিদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
এর পাশাপাশি, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মসজিদের পরিচালনা কমিটি, ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মীদের অনুরোধ জানানো হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দুটি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
১। 'মসজিদে সকল মুসল্লির মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে অবশ্যিকভাবে মাস্ক পরিধান করে প্রবেশের জন্য মসজিদের মাইকে প্রচারণা চালাতে হবে। এ বিষয়ে মসজিদের ফটকে ব্যানার প্রদর্শন করতে হবে। বিষয়টি মসজিদ কমিটি নিশ্চিত করবেন।'
২। 'কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।'
'ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কোভিড-১৯ (দ্বিতীয় ঢেউ) পরিস্থিতিতে' এ আহ্বান জানানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।