রাশিয়াকে জি-৮ জোটে ফেরত চান ট্রাম্প
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/trump_again.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি চান রাশিয়া আবার গ্রুপ অব এইট-এ (জি-৮) ফিরে আসুক। তার মতে, মস্কোকে বহিষ্কার করা একটি ভুল সিদ্ধান্ত ছিল।
রাশিয়া একসময় শিল্পোন্নত গণতান্ত্রিক দেশের জোট জি৭-এর সদস্য ছিল, যা এখন জি৮ নামে পরিচিত। তবে, ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলে নেওয়ার পর দেশটিকে জোট থেকে বাদ দেওয়া হয়।
হোয়াইট হাউজে এক বক্তব্যে ট্রাম্প বলেন, "আমি চাই তারা ফিরে আসুক। আমি মনে করি, তাদের বহিষ্কার করা ভুল ছিল। দেখুন, এটা রাশিয়াকে পছন্দ বা অপছন্দ করার বিষয় নয়। এটি ছিল জি৮।"
তিনি আরও বলেন, "আমি বলেছিলাম, 'তোমরা কী করছ? তোমরা সবাই শুধু রাশিয়া নিয়েই আলোচনা করছ, অথচ তাদেরই টেবিলে থাকা উচিত।' আমি মনে করি, পুতিনও ফিরে আসতে চাইবেন।"
ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে জি৮-এর বর্তমান সভাপতি কানাডার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।