হাসপাতালে ভর্তি হাবিবুল বাশার
গত ১১ নভেম্বর হাবিবুল বাশারের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসাতে আইসোলেশনে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক ও জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিষয়টি বাশার নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন।
হঠাৎ করে ফুসফুসের সংক্রমণ বেড়ে গেছে বাশারের। আগে থেকেই এই সমস্যা ছিল তার। রিপোর্ট দেখাতে গত সোমবার ডাক্তারের কাছে যান তিনি। ডাক্তার তার রিপোর্ট দেখে জানান, ফুসফুসের সংক্রমণ বেড়েছে। ডাক্তারের পরামর্শে ওইদিনই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বাশার।
সোমবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ফুসফুসের সংক্রমণ বাড়ায় জ্বর ভালো হচ্ছিল না বাশারের। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। সব ঠিক থাকলে আগামী শনিবার বাসায় ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক বলেন, 'কোনো সমস্যা নেই, এখন অনেকটাই সুস্থ। গত সোমবার থেকে হাসপাতালে আছি। কয়েকদিনের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দেবে বলে জানিয়েছে। সুস্থতার জন্য সবার কাছে দোয়াপ্রার্থী।'
সংক্রমণ বাড়ায় জ্বর যাচ্ছিল না জানিয়ে বাশার বলেন, 'আমার আগে থেকেই ফুসফুসে সংক্রমণ ছিল। এটা বাড়াতে জ্বরটা যাচ্ছিল না। সোমবার রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম। ডাক্তার জানালো আমার ফুসফুসের সংক্রমণ বেড়েছে। এ কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। এই মুহূর্তে আমার জ্বর কিংবা শ্বাসকষ্ট কিছুই নেই, ভালো আছি। এমন থাকলে আগামী শনিবার বাসায় ফিরতে পারব।'