করোনার সঙ্গে লড়তে এলো ভারতীয় ফিমেল হিরো
২০১২ সালে ভারতের দিল্লিতে মেডিকেল ছাত্রী নির্ভয়া হত্যাকাণ্ডের কথা মনে আছে? ১৬ ডিসেম্বর চলন্ত বাসে যাকে গণধর্ষণ করা হয়েছিল? এই নির্ভয়াকে আবারও দেখা যাবে কমিক সিরিজে!
সিরিজে নির্ভয়ার ছদ্মনাম দেওয়া হয় প্রিয়াশক্তি। এই প্রিয়াকেই সুপারহিরো হিসেবে উপস্থাপন করেছেন পরিচালক রাম দেভিনানি। কোনো নারী চরিত্রকে সুপারহিরো হিসেবে দেখানোর ঘটনা ভারতে এটাই প্রথম।
ধর্ষণ ঘটনা এবং এ নিয়ে সমাজে যে ট্যাবু বা প্রচলিত ধ্যান ধারণা, তার বিরুদ্ধে এক চরিত্র হিসেবে প্রিয়াকে প্রথম দেখা যায় সিরিজটিতে।পরবর্তী সংস্করণে তাকে দেখা যায় অ্যাসিড হামলায় আক্রান্তদের পাশে। এরপর দেখা যায় পাচার হয়ে যাওয়া মেয়েদের রক্ষাকর্তীর ভূমিকায়।
নারী অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য 'লিঙ্গ সমতা চ্যাম্পিয়ন' উপাধিও অর্জন করেছে সিরিজটি।
তবে এবারে প্রিয়া এসেছে একটু অন্য রূপে। মহামারি ভীতি দূরীকরণের চরিত্র হিসেবে আবির্ভাব ঘটেছে তার।
''প্রিয়া'স মাস্ক'' কমিক সিরিজটি মুক্তি পায় গত বুধবার। এর আগে সে উপলক্ষে বানানো হয় দুই মিনিটের একটি অ্যানিমেশন ভিডিও। এতে কণ্ঠ দিয়েছেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান।
করোনাভাইরাস ঘিরে ভারতে যে মিথ্যা ও ভুল তথ্য এবং ভীতি ছড়িয়েছে, তার প্রতিবাদ হয়ে এসেছে এই সিরিজ। কোভিড-১৯ মহামারির পাশাপাশি বিরাজ করেছে ভুল তথ্যের মহামারি। মানুষ এতে ভীত হয়ে মনোবল হারিয়েছে।সঠিক সচেতনতার অভাবে জীবন গেছে অনেক। আর এই আতঙ্ক থেকে রক্ষা করতেই ২ ডিসেম্বর প্রকাশ পেয়েছে ''প্রিয়া'স মাস্ক''।
অন্যদিকে, কমিক সিরিজটিতে করোনাভাইরাস সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। মহামারি শুরুর পর থেকেই অসংখ্য মানুষের ফোনে ভুয়া মেসেজ আসতে থাকে। গরম পানি পান করে ভাইরাস দূর করা, আমিষজাত খাদ্য পরিহার, হোমিওপ্যাথি ওষুধে ভাইরাসমুক্ত হওয়ার মতো বহু গুজব ছড়িয়েছিল লকডাউনের প্রথম দিকে।
এসব কিছু ঘটেছে অজ্ঞতার কারণেই। তাই করোনাভাইরাস সম্পর্কে সঠিক তথ্য দিতে, অহেতুক ভয় কাটাতে এবং ডাক্তার-নার্সদের সঙ্গে হাত মিলিয়ে ভাইরাস মোকাবিলায় ভূমিকা রাখতে বানানো হয়েছে 'প্রিয়াস মাস্ক' সিরিজটি।
সিরিজের ইন্দো-আমেরিকান নির্মাতা রাম দিভিনেনি বিবিসিকে বলেন, 'ভয়-ভীতি দূর করে ভুল তথ্যকে চ্যালেঞ্জ জানাতে এবং ভাইরাসের বিরুদ্ধে যেসব স্বাস্থ্যকর্মী লড়ছেন, তাদের সমর্থন জানাতে এই সিরিজকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমরা।'
তাছাড়া, প্রথমদিকে মাস্ক, হাত ধোয়া, মেলামেশার মতো বিষয়গুলোতে যে অনীহা কাজ করছিল মানুষের মাঝে, তা দেখানো হয়েছে। মৃত্যুকে নিজের সামনে রেখে যেসব স্বাস্থ্যকর্মী অসুস্থদের সেবা করে যাচ্ছেন, তাদের কথাও বলছে এই সিরিজ। মূলত এই কোভিডকালীন পুরো সময়টার গল্প বলা হচ্ছে সিরিজটিতে।
নির্মাতা রাম দেভিনেনি আরও বলেন, 'কমিক সিরিজটি আজ থেকে ১০ বছর পর ঐতিহাসিক দলিলে পরিণত হবে। কীভাবে মানুষ মহামারি মোকাবিলা করেছে এবং এ সময়ে সবার মানসিক অবস্থাও এখানে তুলে ধরা হয়েছে। সারা বিশ্বের মানুষই প্রিয়াস মাস্কের সঙ্গে নিজেদের পরিস্থিতির মিল খুঁজে পাবেন।'
সিরিজে পাকিস্তানের জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার জিয়া 'দ্য বোরকা অ্যাভেঞ্জার'কেও যুক্ত করা হয়েছে। মূলত তরুণদের উদ্দেশ্যে নির্মিত এবং পৃথিবীর যেকোনো জায়গা থেকে বিনামূল্যেই এটি ডাউনলোড করা যাবে সিরিজটি।
- সূত্র: বিবিসি