সম্রাট ভালো আছেন: হৃদরোগ হাসপাতালের পরিচালক
বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডিত ঢাকা মহানর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের চিকিৎসার বিষয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. আফজালুর রহমান বলেছেন, সম্রাটের অবস্থা স্থিতিশীল, তিনি ভালো আছেন।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সম্রাটকে ভর্তির পর বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “যে কোনো হার্টের রোগীকে ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখতে হয়। সে হিসেবে সম্রাটকেও রাখা হবে। তার অবস্থা স্থিতিশীল, তিনি ভালো আছেন। আাগামীকাল সকালে তার বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
ঢাকার ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেপ্তারের তিন দিন পর মঙ্গলবার সকালে তাকে রাজধানীর কলেজ গেইটে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তাকে হাসপাতালে নেওয়ার বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম বলেন, “বুকে ব্যথা অনুভব করায় সম্রাটকে মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার ডাক্তারদের পরামর্শে সাড়ে সাতটার দিকে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।”
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. আফজাল এর আগে সাংবাদিকদের বলেছিলেন, তাৎক্ষণিকভাবে সম্রাটের কিছু পরীক্ষা করা হয়েছে। সেসব পরীক্ষার ফলাফল ভালো এসেছে। তার চিকিৎসায় কোন ত্রুটি হচ্ছে না।
সম্রাটের চিকিৎসায় পরিচালককে প্রধান করে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সম্রাট বতর্মানে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ডা. মহসিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গত ৫ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তারের পর তাকে সাথে নিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায় র্যাব। সেখান থেকে ১৮ বোতল বিদেশী মদ, ১ হাজার ১৬০ পিস ইয়াবা, দুইটি ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, দুইটি অস্ট্রেলিয়ান ক্যাঙারুর চামড়া এবং ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধারের তথ্য জানায় র্যাব।
এরপর সম্রাটকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলায় সেখানেই সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যার পর কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারগারে প্রেরণ করা হয় যুবলীগের এই বহিষ্কৃত নেতাকে।