রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা- এয়ার ইন্ডিয়া ক্রয়ে একাধিক দর প্রস্তাব পেয়েছে ভারত
আজ সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলেই শেষ হয়েছে দেনায় জর্জরিত ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ার ইন্ডিয়া বিক্রয়ের প্রাথমিক নিলাম। সেই প্রেক্ষিতে দেশটির সরকারের সংশ্লিষ্ট দপ্তর এক টুইট বার্তায় জানায়, পরিবহন সংস্থাটি ক্রয়ে তারা একাধিক দরপত্র পেয়েছে।
বিনিয়োগ ও গণসম্পদ ব্যবস্থাপনা দপ্তরের সচিব এ টুইট করেন। সেখানে তিনি বলেন, 'এয়ার ইন্ডিয়াকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কৌশলগত লক্ষ্যে সাড়া দিয়ে একাধিক পক্ষ অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।'
প্রাথমিক এই দর আহ্বানে ভারতের বৃহৎ শিল্পজোট টাটা সন্স একটি বড় আকারের ক্রয় প্রস্তাব দিয়েছে, বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দেয়। টাটার মুখপাত্র অবশ্য এব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে দেশটির ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, এয়ার ইন্ডিয়ার ২শ; জন কর্মীও বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহযোগীতায় নিলামে অংশ নেয়।
চলতি বছরের শুরুতে জানুয়ারিতেই লোকসানী সংস্থাটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ পুনঃরায় গতিশীল করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সরকারের লোকসান কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, ২০১২ সাল থেকেই ভর্তুকির ঋণে এয়ার ইন্ডিয়ার পরিচালনা মূলধন যোগান দিতে হচ্ছে।
ইতোপূর্বে, দুই বছর আগে নেওয়া এক নিলামের উদ্যোগে কেউই অংশ নেয়নি। তাই এবার বাধ্য হয়েই অনেক শর্ত শিথিল করে ভারত সরকার। চলতি বছর কোভিড-১৯ মহামারির কারণে নিলামের শেষ তারিখ বেশ কয়েকবার বাড়ানো হয়। তার সঙ্গে দরদাতাদের আকৃষ্ট করতে আকর্ষণীয় নানা ছাড় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া মহামারির অনেক আগে থেকেই নাজেহাল অবস্থায় দিন কাটালেও, করোনাভাইরাস প্রতিরোধে আকাশপথে ভ্রমণের কড়াকড়িতে চলতি বছর পুরো বিশ্বের এয়ারলাইন্স ব্যবসাই মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে।
সাম্প্রতিক নিলামে অংশ নেওয়া টাটা শিল্পজোটের মালিকানায় ভারতে দুটি এয়ারলাইন্স রয়েছে। এরমধ্যে ভিসতারা নামক সংস্থাটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যৌথ অংশীদারিত্বে পরিচালিত। তাছাড়া, বাজেট ভ্রমণকারীদের জন্য এয়ারএশিয়া ইন্ডিয়া মালয়েশিয়ার এয়ারএশিয়া গ্রুপের সঙ্গে যৌথভাবে ব্যবসা করছে।
নিলামে জয়ী সংস্থা স্থানীয় বিমানবন্দরে এয়ারইন্ডিয়ার ৪,৪০০টি অভ্যন্তরীণ এবং ১,৮০০টি আন্তর্জাতিক বিমান অবতরণ এবং পার্কিংয়ের স্লট পাবে। বিদেশি বিমানবন্দরে পাবে ৯শ'টি স্লট।
এয়ার ইন্ডিয়ার পাশাপাশী এর আওতাধীন কম বাজেটের পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং মালামাল পরিবাহী এআইসএটিএস সংস্থার ৫০ শতাংশ মালিকানা হস্তান্তর করা হবে সর্বোচ্চ দরদাতার কাছে।
- সূত্র: আরব নিউজ