কো-উইন অ্যাপে সমস্যা, ১৮ তারিখ পর্যন্ত টিকাপ্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত ভারতের মহারাষ্ট্রে
সফ্টওয়্যার সংক্রান্ত ত্রুটির জেরে নাম নথিভুক্তকরণে সমস্যা আর তাই মহারাষ্ট্রে আপাতত বন্ধ রাখা হল করোনার টিকাপ্রদান কর্মসূচী। দু'দিনের জন্য টিকাকরণ বন্ধ রেখেছে তারা। অর্থাৎ ১৮ জানুয়ারি পর্যন্ত সেখানে কাউকে প্রতিষেধক দেওয়া হবে না। তার মধ্যে সমস্যা মিটে গেলে টিকাপ্রদানের পরবর্তী তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, প্রতিষেধক নিতে আসা মানুষের নাম, পরিচয়, বয়স ইত্যাদি নথিভুক্ত করার হচ্ছিল কো-উইন অ্যাপে। কিন্তু শনিবার টিকাকরণের শুরুতেই ওই অ্যাপটিতে গোলযোগ দেখা দেয়। ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া আটকে যায়। তাই আগে থেকে যারা নাম নথিুক্ত করে রেখেছিলেন, সেই তালিকার সঙ্গে হিসেব মেলাতে হয়।
অভিযোগ, এই কাজে অনেক সময় লেগে যাচ্ছিল। ব্যাহত হচ্ছিল টিকাপ্রদান প্রক্রিয়া। তাই সব দিক পর্যালোচনা করে আপাতত টিকাপ্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।
তবে শুধু মহারাষ্ট্রে নয়, বাংলা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরাখণ্ডের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে কো-উইন অ্যাপ ব্যবহারের সময় সমস্যার মুখে পড়তে হয়েছে।
সফটওয়্যার সংক্রান্ত সমস্যার কারনে নথিভুক্তিকরণ প্রক্রিয়া আটকে যায়। বাধ্য হয়ে খাতায়-কলমেই কাজ সারতে হয়। সেই হার্ডকপিই স্বাস্থ্যভবনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যদিও টিকাকরণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়নি।
ভারতে গতকাল থেকে করোনার টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। সারা দেশের তিন হাজার ছয়টি কেন্দ্রে একই সঙ্গে টিকাদান কর্মসূচীর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার কোন দেশে শুরু হলো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী।
(আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে)