বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
বুধবার সকালে হোয়াইট হাউজ ছেড়ে যাবার আগে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তরসূরির জন্য একটি চিঠি রেখে গেছেন।
বুধবারেই জো বাইডেন জানান ডোনাল্ড ট্রাম্প তার জন্য একটি 'অত্যন্ত উদার চিঠি' ছেড়ে গেছেন ।
"যেহেতু এটি গোপন ও ব্যক্তিগত ফলে আমি তার সাথে কথা বলার আগে এটি নিয়ে অন্য কোথাও বলতে চাইনা", সাংবাদিকদের উদ্দেশ্যে বাইডেন এ কথা বলেন বলে জানিয়েছে সিএনএন।
"তবে এটি অত্যন্ত আন্তরিক ছিল", বলেন বাইডেন।
যুক্তরাষ্ট্রে উত্তরসূরির জন্য বিদায়ী প্রেসিডেন্টের এভাবে চিঠি রেখে যাওয়ার নিয়ম বহুদিনের। কিন্তু অভিষেক অনুষ্ঠানে উপস্থিত না থাকা ট্রাম্প এ নীতিটি অনুসরণ করবেন তা অনেকেই ভাবতে পারেননি।
ট্রাম্পের একজন সিনিয়র সহযোগী সিএনএনকে জানিয়েছেন, চিঠিটিতে দেশের জন্য ভবিষ্যত শুভকামনা এবং নতুন প্রশাসনকে দেশের প্রতি যত্নবান হতে আহবান করেন ট্রাম্প। মঙ্গলবার রাতে ওভাল অফিসে ট্রাম্পের অনেকগুলো কাজের ভেতরে বাইডেনকে চিঠি লেখা ছিল অন্যতম।