চলছে চতুর্থ ধাপে পৌর নির্বাচনে ভোটগ্রহণ
মেয়র পদে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে রবিবার চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, চতুর্থ ধাপের নির্বাচনে ২৯টি পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকি ২৬টি পৌরসভায় প্রচলিত ব্যালট পেপার ব্যবহৃত হবে।
৫৫টি পৌরসভার ৭৯৩টি ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন ৮৩ লাখের বেশি ভোটার।
নির্বাচনে, ৫৫ জন মেয়র, সংরক্ষিত আসন থেকে ১৬৭ জন নারী কাউন্সিলর এবং ৫০১ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হবেন।
নির্বাচনী দৌড়ে রয়েছেন মোট ২১৭ জন মেয়র প্রার্থী, ৬১৮ জন নারী কাউন্সিলর প্রার্থী এবং ২০৭০ জন সাধারণ কাউন্সিলর।
চতুর্থ ধাপে নির্বাচনের জন্য ৫৬টি পৌরসভার তফসিল ঘোষণা করেছিল ইসি। কিন্তু হাইকোর্টের আদেশে নাটোর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। ফেনীর পরশুরাম পৌরসভায় সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এখানে ভোটের প্রয়োজন হবে না।
তবে পরে সোনাইমুড়ি ও ত্রিশাল পৌরসভা চতুর্থ ধাপে যুক্ত হয়।
প্রথম ধাপের তফসিলে ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট হয়। তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোট হয় ৩০ জানুয়ারি। আর পঞ্চম ধাপের ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।