নাসির-তামিমার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় পিবিআইকে তদন্তের নির্দেশ
ক্রিকেটার নাসির হোসেন এবং তার নব-বিবাহিতা স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে, আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, তামিমা সুলতানা তার প্রথম স্বামীকে ডিভোর্স প্রদান করেননি। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন রাকিব।
২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিবের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিমা। তাদের আট বছরের এক কন্যা সন্তান আছে।
মামলার প্রতিবেদন অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি নাসির-তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাকিব বিয়ের বিষয়টি জানতে পারেন।
অভিযোগে রাকিব বলেন, তামিমা তাকে ডিভোর্স প্রদান করা ছাড়াই পুনরায় বিয়ে করেছেন। আইনত বিষয়টি অবৈধ।