সাইক্লিংয়ে তিনটি নতুন রেকর্ড
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে সাইক্লিংয়ে নতুন তিনটি রেকর্ড হয়েছে। পুরুষ ১ হাজার মিটার টাইম ট্রায়ালে বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসাইন জাতীয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন। নারীদের ৫০০ মিটার টাইম ট্রায়ালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিশি খাতুন ও বাংলাদেশ সেনাবাহিনীর সমাপ্তি বিশ্বাস নতুন রেকর্ড গড়েন।
আর্মি স্টেডিয়ামে ১ হাজার মিটার টাইম ট্রায়ালে ফয়সাল সময় নেন ১ মিনিট ২০.৪০ সেকেন্ড। ১ মিনিট ২৬.১০ সেকেন্ডে ২০১৭ সালে আগের রেকর্ডটি করেছিলেন একই দলের একরামুল ইসলাম।
১ মিনিট ২২.৩৫ সেকেন্ডে এ ইভেন্টের রৌপ্যপদক জেতেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সবুর খান এবং ১ মিনিট ২৫.১১ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন আনসারের হাদি আলম।
নারীদের ৫০০ মিটার টাইম ট্রায়ালে ৪৫.৪৭ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিশি খাতুন। রৌপ্যপদক জয়ী সেনাবাহিনীর সমাপ্তি বিশ্বাস ৪৫.৫১ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন।
আগের সোনাজয়ী সাইক্লিস্টের রেকর্ডটি ছিল ৪৮.৬৫ সেকেন্ডের। ফলে স্বর্ণ ও রৌপ্য দুটিতেই রেকর্ড হয়েছে। এই ইভেন্টে সেনাবাহিনীর সুমিত্রা গাইন ৪৮.৯৫ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন।
পুরুষদের এলিমেশন রেসে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তাদুর আল হাসান স্বর্ণ, একই দলের আলমগীর হোসেন রৌপ্য ও আনসারের তরিকুল ইসলাম ব্রোঞ্জপদক জেতেন। নারীদের এলিমেশন রেসে সেনাবিহনীর শিল্পী খাতুন স্বর্ণ, আনসারের চিংবাই মারমা রৌপ্য ও সেনাবাহিনীর কবিতা রায় ব্রোঞ্জপদক জেতেন।