এ বছরই নতুন কিছু ভ্যাকসিনের অনুমোদন দেবে যুক্তরাজ্য
দুটি ভিন্ন ভিন্ন কোম্পানির প্রস্তুতকৃত কোভিড-১৯ ভ্যাকসিন যুক্তরাজ্যে টিকাপ্রদান কর্মসূচীকে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে। দেশটির অর্ধেকেরও বেশি প্রাপ্তবয়স্ক নাগরিকেরা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন এবং কয়েক লাখ লোক ইতিমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণও সম্পন্ন করে ফেলেছেন।
ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিনে কোভিড ভাইরাসের জিনগত কোড ব্যবহার করা হয়, যা ইনজেকশানের মাধ্যমে কোষের ভেতরে গিয়ে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে নিজে থেকেই অ্যান্টিজেন/ভাইরাস প্রোটিন তৈরি করতে সহায়তা করে।
অন্যদিকে, অক্সফোর্ড এবং আস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি চিম্প কোল্ড ভাইরাস দিয়ে গঠিত যা মানবকোষের অভ্যন্তরে বাড়তে পারে না। ফলে নতুন করে কোন সংক্রমণ হয় না। করোনাভাইরাসে আক্রান্ত হবার সাথে সাথে কোষে করোনাভাইরাস প্রোটিন তৈরি করে দেহের ইমিউন সিস্টেমকে এটি সচল করে দেয়।
এদিকে সাম্প্রতিক সময়ে কিছু ভ্যাকসিন গ্রহীতার ধমনীতে রক্ত জমাট বাঁধার খবর পাওয়া যায়। গত সপ্তাহে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানায়, এক কোটি ৮১ লাখ ভ্যাকসিন গ্রহীতার ভেতর ৩০ জনের রক্ত জমাট বাঁধার খবর এসেছে। অর্থাৎ প্রতি ছয় লাখে একজনের রক্ত জমাটের ঘটনা ঘটছে।
যুক্তরাজ্যে এখন যতখানি ভ্যাকসিন মজুত আছে, তা দ্বিতীয় ডোজ হিসেবে প্রয়োগ করতে করতেই ফুরিয়ে যাবে। ফলে দেশটি আগামী গ্রীষ্মের ভেতর দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকার আওতায় আনার লক্ষ্য পূরণে আরও দুটি ভ্যাকসিনের অনুমোদন দেবে বলে শোনা যাচ্ছে।
এদের একটি মডার্না ভ্যাকসিন- ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে এর বহুল ব্যবহার হয়েছে এবং এটির ক্রিয়াকৌশল অনেকটাই ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিনের কাছাকাছি। ব্রিটেন ১৭ মিলিয়ন মডার্না টিকা কিনতে রাজি হয়েছে, যার প্রথম চালান হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা আগামী কয়েক সপ্তাহের ভেতর পৌঁছে যাবে।
যুক্তরাজ্যে প্রয়োগের অনুমোদনের আশায় থাকা অপর ভ্যাকসিনটি হলো মার্কিন সংস্থা নোভাভ্যাক্সের তৈরি। এই টিকার জন্য মথ থেকে আহরিত জিনগত কোষ ব্যবহার করে করোনাভাইরাস প্রোটিনের টুকরো তৈরি করা হয় যা ইনজেকশনের মাধ্যমে মানুষের কোষে ভাইরাস বিরোধী প্রতিক্রিয়া সচল করে তোলে।
সংস্থাটি বলেছে যে, তারা আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অনুমোদনের আশা করছে এবং চার মহাদেশের ২০টি স্থানে তারা ভ্যাকসিন প্রস্তুত করবে। ফলে আন্তঃসীমান্ত সরবরাহের সমস্যা কাটিয়ে ওঠা যাবে। নোভাভ্যাক্স এই বছর প্রায় ২ বিলিয়ন ডোজ ভ্যাকসিন নির্মাণের সম্ভাবনার কথা জানিয়েছে।
বছরের শেষ দিকে যুক্তরাজ্যে বহুল আলোচিত জনসন এবং জনসন ভ্যাকসিনের প্রয়োগও শুরু হতে পারে। অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার মতই এ টিকায় একটি দুর্বল কোল্ড ভাইরাস ব্যবহার করা হয়। তবে সবচেয়ে বড় কথা, এ টিকার বিশেষত্ব, কোভিড প্রতিরোধ করতে এর মাত্র এক ডোজ লাগে।
যুক্তরাজ্য ইতিমধ্যে এর তিন কোটি ডোজ অর্ডার করেছে তবে এটি এখনও যুক্তরাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি।
বছরের শেষের দিকে যুক্তরাজ্যে ব্যবহারের জন্য সম্ভাবনার প্রথম সারিতে থাকা আরেকটি ভ্যাকসিন হলো, ফরাসী কোম্পানি ভালনেভার প্রস্তুতকৃত ভ্যাকসিন; স্কটল্যান্ডে এটি উৎপাদন করা হবে।
এ ভ্যাকসিনটি এখনও ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে আছে। তবে অনুমোদন পেলেই যুক্তরাজ্যজুড়ে এর সরবরাহ নিশ্চিত করা হবে। যুক্তরাজ্য এ ভ্যাকসিনের ১০ কোটি ডোজের জন্য আবেদন করে রেখেছে।
- সূত্র-দ্য গার্ডিয়ান