পাকিস্তানের সদস্যপদ স্থগিত করল ফিফা
পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) সদস্যপদ স্থগিত করেছে ফিফা। ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আছে; এমন অভিযোগের ভিত্তিতে পিএফএফের সদস্যপদ স্থগিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। কেবল পাকিস্তানেরই নয়, চাদের সদস্যপদও স্থগিত করেছে ফিফা।
আফ্রিকার দেশ চাদের সদস্যপদ স্থগিত করার কারণ অবশ্য ভিন্ন। এখানে সরাসরি সরকারের হস্তক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এই স্থগিতাদেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। বুধবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ফিফা।
সদস্যপদ ফিরে পেতে ফিফার অনুমোদিত কমিটিকে পাকিস্তান ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিতে হবে। ফিফার বিবৃতিতে বলা হয়েছে, সদস্য পদের এই স্থগিতাদেশ তখনই তোলা হবে, যখন ফিফা অনুমোদিত কমিটি পাকিস্তান ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেবে। বিষয়টি নিয়ে এরআগে পাকিস্তানকে সতর্কও করেছিল ফিফা।
পিএফএফ পরিচালনার জন্য আশফাক হুসেনের নেতৃত্বে একদল ফুটবল কর্মকর্তা ২০১৮ সালে সুপ্রিম কোর্ট দ্বারা নির্বাচিত হন। কিন্তু এই কমিটি ফিফার কাছে স্বীকৃতি পায়নি। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি তারা হারুন মালিকের নেতৃত্বাধীন ফিফা স্বাভাবিককরণ কমিটির কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে পিএফএফের দায়িত্ব গ্রহণ করে।
এরপর থেকেই পাকিস্তানের ফুটবলে অস্থিরতা। লাহোরের পাকিস্তান ফুটবল ফেডারেশনের কার্যালয় দখল করার মতো ঘটনা ঘটেছে। সরকারি হস্তক্ষেপে ভেঙে দেওয়া হয়েছে ফেডারেশনের ফিফা অনুমোদিত কার্যনির্বাহী কমিটি। সব মিলিয়েই পাকিস্তানের বিপক্ষে এমন সিদ্ধান্ত নিল ফিফা।
পাকিস্তানের সদস্যপদ স্থগিত হওয়ার ঘটনা এবারই অবশ্য প্রথম নয়। ২০১৭ সালেও দেশটির সদস্যপদ স্থগিত করেছিল ফিফা। সেবার আদালতের নির্দেশে গঠিত কমিটি ফেডারেশনের দায়িত্ব নিলে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করে ফিফা। পরে ফিফার হস্তক্ষেপে একটি নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করলে সদস্যপদ ফিরে পায় পাকিস্তান।