ওয়ানডের চূড়ান্ত দলে থাকছেন না রুবেল
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত ১ মে প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ সদস্যের এই দলে আছেন রুবেল হোসেন। সিরিজ শুরুর মাত্র কয়েকদিন বাকি, এমন সময়ে ডানহাতি এই পেসারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যাপারটি অবশ্য অনিশ্চয়তার পর্যায়েও আর নেই, তার না খেলার ব্যাপারটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে।
লঙ্কানদের বিপক্ষে রুবেলকে ছাড়াই চূড়ান্ত দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। কোমরের পুরনো চোটের কারণে তাকে দল থেকে বাদ দিতে হচ্ছে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, রুবেলকে দলে পেতে অপেক্ষা করবে বিসিবি। তবে রুবেলের কথায় মনে হয়েছে, তিনি খেলার অবস্থায় নেই। তিনি যে চূড়ান্ত দলে থাকছেন না, সেটাও হয়তো তাকে জানিয়ে দেওয়া হয়েছে!
নিউজিল্যান্ড সফরে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেন রুবেল। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। পুরনো চোটের কারণে দীর্ঘদিন ধরে বোলিং করতে পারছেন না তিনি। পুনর্বাসন প্রক্রিয়ার রেখে তার চিকিৎসা চলছে। ব্যথা কমলেও পুরোপুরি দূর হয়নি। এমন অবস্থায় তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। এমন ব্যথার ক্ষেত্রে ক্রিকেটারকে খেলার ব্যাপারে আগে সিদ্ধান্ত নিতে হয় বলে জানান দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, 'রুবেল যতোদিন খেলবে, এই ধরনের ব্যথা থাকবে। পেসারদের জন্য ১০-১৫ বছর খেলা সহজ নয়। শুধু রুবেল নয়, অনেক পেসারই এ রকম সমস্যায় ভুগছে। নিউজিল্যান্ডেই ওর কিছুটা সমস্যা হচ্ছিল। যদিও এই মুহূর্তে ওর তেমন কোনও ব্যথা নেই। সিদ্ধান্ত তাকে নিতে হবে, ম্যাচ ফিটনেসের ব্যাপারটা ও-ই ভালো বুঝবে। তবে পরীক্ষা করে আমরা ব্যথার অস্তিত্ব পাচ্ছি না।'
বিসিবির চিকিৎসক ব্যথা নেই বলে জানালেও রুবেল বললেন একটু ভিন্ন করে। রেবাবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আমার যদি ব্যথা থাকে, সেটা নিয়ে তো আর খেলতে পারব না। ব্যথার অবস্থা আগের চেয়ে ভালো। একটা মুভমেন্টে একটু ব্যথা লাগে। নিচু হতে গেলে মাঝেমধ্যে ব্যথা অনুভব করি, সব সময় নয়।'
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে ফিট হয়ে ওঠা সম্ভব কিনা জানতে চাইলে রুবেল বলেন, 'সর্বশেষ নিউজিল্যান্ড সফরে খেলেছি। এরপর আমি বোলিং-ই করিনি। ইনশা আল্লাহ দ্রুত শুরু করব। তবে এই সিরিজে আর কীভাবে সম্ভব। দীর্ঘদিন বোলিং করিনি, অনুশীলনেও যাইনি। এ ছাড়া আমি এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি।'
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে ঢাকা এসেছে শ্রীলঙ্কা দল। এসেই কোয়ারেন্টিনে চলে গেছে লঙ্কানরা। প্রথম তিন দিন পুরোপুরি রুম কোয়ারেন্টিন করতে হবে তাদের। এ সময়ে দুটি করোনা পরীক্ষা হবে সফরকারীদের। নেগেটিভ হলে ছোট ছোট ভাগে ভাগ হয়ে আগামী ১৯ মে থেকে মিরপুরের একাডেমি মাঠে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে শ্রীলঙ্কা।
দুই দিনের অনুশীলন শেষে ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।