পেশাজীবন ও বাগদানের গুঞ্জন নিয়ে বিস্ফোরক এমা ওয়াটসন
বাগদান ও ক্যারিয়ারের গুঞ্জন নিয়ে মুখ খুললেন 'হ্যারি পটার'খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসন। তার ব্যক্তিগত ও পেশাদার জীবন নিয়ে যেসব জল্পনা চলছে সেগুলো সত্য-মিথ্যে যাচাই না করেই লোকে কথা বলছে- টুইটারে এমন গুরুতর অভিযোগ তোলেন এই হলিউড তারকা।
যদি সত্যিই তেমনই কিছু থাকত, তবে সরাসরি তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন বলেও জানিয়েছেন।
টুইটে এমা লিখেন, 'প্রিয় অনুরাগীরা, আমার বাগদান হয়েছে কি না, সেই নিয়ে গুঞ্জন চলছে। আমার কর্মজীবন নিয়েও প্রতিবেদনে নানা গুঞ্জব রট। যদি সত্যিই তেমন কিছু ঘটে, আমি অঙ্গীকার করছি, আপনাদের সঙ্গে ভাগ করে নেব।'
অভিনেত্রী টুইটে আরও জানিয়েছেন, বাকি সকলের মতোই এই মহামারি পরিস্থিতিতে তিনি বাড়িতে কাটাচ্ছেন। যেমন ভাবে বেশিরভাগ সকলে কাটাচ্ছে। প্রিয়জনদের সঙ্গে রয়েছেন, যত্ন নিচ্ছেন এবং মাহামারি যেন বেশি ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে নিজেও সহযোগী হওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এমা।
হলিউড অভিনেত্রী আরও লিখেন, 'আশা করছি সকলে ভালো আছেন এবং এই অদ্ভুত সময়ে যেমন থাকা যায় তেমনই আছেন ভেবে সকলকে ভালোবাসা জানাচ্ছি। আবারও, আমাদের নিরাপদ এবং ভালো রাখতে এত পরিশ্রম করছেন যারা, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।'
সম্প্রতি বাম হাতের অনামিকা আঙুলে আংটি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন এমা। সেই থেকে জল্পনা শুরু, অভিনেত্রী বাগদান সেরে ফেলেছেন! এমনকি বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছিল পেশাদার জীবনে থেকে ইতি টেনেছেন তিনি।
তবে সেসব কিছু দূরে ঠেলে অভিনেত্রী ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন, 'এমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিঃসন্দেহে এখন নিষ্ক্রিয়, তবে ওর ক্যারিয়ার নয়।'