করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা: দীপু মনি
দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা সে সিদ্ধান্ত নিবে সরকার। আজ এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সেইসঙ্গে করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাস নিয়েও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থার চিন্তা ভাবনা চলছে।
"২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়ার। এখন সেটিও যদি না হয়, আমরা তার বিকল্প নিয়েও চিন্তা করছি," আজ এক সংবাদ সম্মেলনে বলেন তিনি।
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।
পরবর্তী সময়ে একাধিকবার এই ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় চলতি মাসের ১৩ তারিখ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করলেও সেকেন্ড ওয়েভের সংক্রমণের ফলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও ৩০ জুন পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।
গত বছর করোনা সংক্রমণ শুরুর আগেই মাধ্যমিক পরীক্ষা হয়ে যায়, তবে সংক্রমণ পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ছাড়াই শিক্ষার্থীদের পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয় সরকার।