ঢাকার ৭১% চট্টগ্রামের ৫৫% বাসিন্দার দেহে অ্যান্টিবডি: আইসিডিডিআর,বি
ঢাকা শহরের ৭১ শতাংশ ও চট্টগ্রাম শহরের ৫৫ শতাংশ বাসিন্দার শরীরের কোভিড-১৯ এর অ্যান্টিবডি পাওয়া গেছে। আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।
গবেষণাটির ফলাফলে বলা হয়, দুটি শহরের বস্তি ও বস্তির বাইরে বসবাসকারী ৩,২২০ জনের দেহে সার্বিকভাবে ৬৮ শতাংশ অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।
ঢাকা ও চট্টগ্রাম শহরের বস্তির বাসিন্দাদের প্রায় ৬৮ শতাংশ কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় আইসিডিডিআর,বি।
মঙ্গলবার প্রকাশিত গবেষণাটি থেকে আরও জানা যায়, বস্তির বাইরের বাসিন্দাদের মধ্যে বস্তির বাসিন্দাদের তুলনায় সংক্রমণের হার কম। বস্তির বাইরের বাসিন্দাদের মধ্যে সংক্রমণের হার ৬২ শতাংশ।
এছাড়াও, নারীদের মধ্যে অ্যান্টিবডির হার ৭০.৬ শতাংশ ও পুরুষদের ৬৬ শতাংশ বলে জানা গেছে।
২০২০ সালের অক্টোবর থেকে এ বছরের ফেব্রুয়ারির মধ্যে গবেষণাটি পরিচালিত হয়। আইসিডিডিআর,বি'র গবেষণায় আরও উঠে এসেছে, শিশু ও প্রাপ্তবয়স্কদের দেহে উপস্থিত অ্যান্টিবডির পরিমাণে পার্থক্যও নগণ্য। প্রাপ্তবয়স্কদের দেহে ৭০ শতাংশ ও শিশুদের দেহে ৬৫.৫ শতাংশ অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।
গবেষণায় অংগ্রহণকারীদের ৬৮ শতাংশদের মধ্যে শুধু ৩৫.৫ শতাংশের করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল।