ভারতকে হারিয়ে বিশ্বসেরা নিউজিল্যান্ড
বৃষ্টির কারণে প্রথম দিন টসই হলো না। দ্বিতীয় দিনে খেলার শুরুর পর থাকলো আলোক স্বল্পতার ঝঞ্চাট। তৃতীয় দিনও ভেসে গেল বৃষ্টিতে। বাকি থাকা চারদিনেও আলোক স্বল্পতার ঝামেলা থাকলো। এরপরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফল এসে গেল, থেকে গেল কয়েক ওভারও। ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড।
শেষ দিনে রোমাঞ্চকর লড়াইয়ের পর ক্রিকেটের সম্ভ্রান্ত ফরম্যাটের এই আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হার মানা নিউজিল্যান্ড টেস্টে সেরার মুকুট জিতে নিলো। এই প্রথম আইসিসির কোনো শিরোপা ঘরে তুললো ব্ল্যাক ক্যাপরা। প্রায় দুই বছরের পথচলায় ধারাবাহিক পারফরম্যান্স করে আসার ফল পেল নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের সাউদাম্পটনে টস জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। ম্যাচ সেরা কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়েগনারদের বোলিং তোপে প্রথম ইনিংসে ২১৭ রানেই অল আউট হয়ে যায় ভারত। জবাবে ২৪৯ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস, প্রথম ইনিংসে ৩২ রানের লিড পায় কিউইরা।
টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসনদের বোলিংয়ের মুখে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি বিরাট কোহলির দল। তাদের দ্বিতীয় ইনিংস থামে ১৭০ রানে। নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৩৯ রান। ভালো শুরু না হলেও অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর মিলে দলকে ঐতিহাসিক জয় এনে দেন।
বৃষ্টির কথা মাথায় রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একটি রিজার্ভ ডে রাখা হয়েছিল। এই দিনেই দেখা যতো রোমাঞ্চ। ২ উইকেটে ৬৪ রান তুলে পঞ্চম দিনের খেলা শেষ করে ভারত। অপরাজিত থেকে মাঠ ছাড়েন চেতেশ্বর পূজারা ও অধিনায়ক কোহলি।
সবাই হয়তো ধরে নিয়েছিল, প্রায় দুই ইনিংস বাকি থাকা ম্যাচের ফল শেষ দিনে আসা সম্ভব হবে না। কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের শাসনে এদিন ব্যাট হাতে বেশি সময় কাটানো হয়নি কোহলিদের। ৭৪ ওভারে ১৭০ রানেই শেষ তাদের ইনিংস।
১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা খুব একটা ভালো ছিল না। দলীয় ৩৩ রানে ফিরে যান ওপেনার টম ল্যাথাম। কিউইদের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানা রবিচন্দ্রন অশ্বিন কিছুক্ষণ পর ডেভন কনওয়েকে ফিরিয়ে দেন।
৪৪ রানে দুই উইকেট হারানো দলকে পথ দেখাতে শুরু করেন উইলিয়ামসন ও টেলর। তিথু হয়ে রান তোলায় মনোযোগ দেন এই দুই ব্যাটসম্যান। ২৬ রান করে ফিরতে পারতেন টেলর। কিন্তু জাসপ্রিত বুমরাহর বলে তার তোলা ক্যাচ ফেলে দেন স্লিপে দাঁড়ানো চেতেশ্বর পূজারা।
সুযোগ কাজে লাগিয়ে উইলিয়ামসনের সঙ্গে ব্যাট চালিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অভিজ্ঞ টেলর। ১০০ বলে ৬টি চারে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। নেতা উইলিয়ামসন ৮৯ বলে ৮টি চারে খেলেন ৫২ রানের হার না মানা ইনিংস। ভারতের রবিচন্দ্রন ছাড়া আর কোনো বোলার কিউই ব্যাটিং লাইন আপে ছোবল বসাতে পারেননি।
চ্যাম্পিয়ন হিসেবে ১.৬ মিলিয়ন ডলার পুরস্কার পাচ্ছে নিউজিল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ কোটি ৫৬ লাখ টাকারও বেশি। রানার্সআপ ভারত পাবে ৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৭৮ লাখ টাকা। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়া পাবে সাড়ে ৪ লাখ ডলার। চার নম্বরে থাকা দল ইংল্যান্ড পাবে সাড়ে ৩ লাখ ডলার। পাঁচে থাকা পাকিস্তান পাবে দুই লাখ ডলার।
পয়েন্ট টেবিলের এক থেকে পাঁচ নম্বরে থাকা দলের জন্য ভিন্ন ভিন্ন প্রাইজমানি থাকলেও শেষের চার দলের জন্য থাকছে সমান অংক। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সমান সাড়ে ৮৪ লাখ টাকা পাবে।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত প্রথম ইনিংস: ২১৭
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৪৯
ভারত দ্বিতীয় ইনিংস: ৭৩ ওভারে ১৭০/১০ (পূজারা ১৫, কোহলি ১৩, রাহানে ১৫, পন্ত ৪১, জাদেজা ১৬; সাউদি ২/৪৮, বোল্ট ৩/৩৯, জেমিসন ২/৩০, ওয়াগনার ১/৪৪)।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ১৩৮) ৪৫.৫ ওভারে ১৪০/২ (ল্যাথাম ৯, কনওয়ে ১৯, উইলিয়ামসন ৫২*, টেলর ৪৭*; শামি ০/৩১, অশ্বিন ২/১৭)।
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ফাইনাল সেরা: কাইল জেমিসন (নিউজিল্যান্ড)।