রামেকে করোনায় আরও ১৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এসব রোগীর মৃত্যু হয়ে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন ও নওগাঁর ৪ জন রয়েছেন।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা ইউনিটে মৃতদের ৮ জন করোনা আক্রান্ত ও বাকি ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৬ জন, পঞ্চাশ বছরের উপরে ৫ জন, চল্লিশের উপরে ৩ জন এবং ত্রিশ বছরের উপরে ৪ জন।
আর ২৪ ঘন্টায় হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫৪ জন। এ নিয়ে বর্তমানে সেখানে ৩৫৭ আসনের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৪০৪ জন।
এদিকে রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফল অনুযায়ী জেলায় সবশেষ শনাক্তের হার ৩৩.৯৪ শতাংশ।