‘হাসিন দিলরুবা’য় অশ্লীলতা ও যৌনতার পার্থক্য বোঝাবেন তাপসী!
রহস্যজনক খুনের টানটান গল্প নিয়ে নেটফ্লিক্সে আসছে বলিউড তারকা তাপসী পান্নুর আসন্ন ছবি 'হাসিন দিলরুবা'। ওয়েব ফিল্মটির পরিচালনায় রয়েছেন বিনিল ম্য়াথু।
ছবি সম্পর্কে বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, যৌনতা এবং অশ্লীলতা- এই দুটো সরু একটা সুতো দিয়ে আলাদা। যে দুটো আলাদা করে ছবিতে তুলে ধরা এবং লিমিট ক্রস না করা তার কাছে চ্যালেঞ্জিং ছিল।
তাপসী পান্নু ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন বিক্রান্ত মাসে ও হর্ষবর্ধন রানে।
একটি সাক্ষাৎকারে বিনিল ম্যাথুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হিন্দি থ্রিলার ছবিটি তৈরির সময় তিনি কি কখনো 'ভট্ট' অঞ্চলে পা রাখার প্রলোভন দেখেছিলেন?
পরিচালক বলেন, 'সত্যি বলতে সেই দৃষ্টিভঙ্গিতে কখনো দেখিনি। ছবির চিত্রনাট্য একজন নারীর, কনিকা ধিলোনের লেখা। ছবিতেও একজন নারীকে স্ট্রং চরিত্র হিসেবে দেখানো হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল তার যৌনতা প্রদর্শন করা, কারণ এটি চরিত্রের অংশ। আমি চরিত্রের প্রতি সত্য হতে চেয়েছি। শ্রোতাদের আকৃষ্ট করার জন্য আমরা কখনোই এটিকে অশ্লীল করার কথা ভাবিনি। আমরা কেবল চরিত্রের জন্য যা সঠিক, তা করতে চেয়েছি।'
তিনি আরও বলেন, 'ছবিটি দেখলে বোঝা যাবে, খুব প্রাকৃতিকভাবে তৈরি। আর্টিফিসিয়ালি তৈরির চেষ্টা করিনি। তাহলে অন্যরকম হতো ব্যপারটা। চরিত্রের প্রয়োজনে সংবেদনশীলতার ব্যবহার হয়েছে। উদ্দেশ্য- কখনোই শিরোনাম দেওয়া ছিল না, চরিত্রটির প্রতি সত্য হওয়ার বিষয় ছিল।'
প্রেম একজনের সঙ্গে, অথচ বিয়ে অন্যজনকে! আর বিয়ের পরেই রহস্যজনকভাবে খুন স্বামী। স্বামীকে হত্যার দায় ঘাড়ে এসে পড়েছে 'হাসিন দিলরুবা' তাপসী পান্নুর। এই ছবিতে তাপসীর স্বামীর ভূমিকায় রয়েছেন বিক্রান্ত মেসি, প্রেমিকের চরিত্রে 'সনম তেরি কসম'খ্যাত হর্ষবর্ধন রানে।
পরিচালক বিনিল ম্যাথুর এই ছবি জুড়ে থাকবে অপরাধ ও যৌনতার ভরপুর মিশেল।