টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তামিম
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়িয়েছে। টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
হাঁটুর চোটের কারণে শেষ পর্যন্ত তামিম ইকবালের খেলা হচ্ছে না। অভিজ্ঞ এই ওপেনারকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। তার অনুপস্থিতিতে ইনিংস উদ্বোধনের কাজটি করছেন সাইফ হাসান ও সাদমান ইসলাম অনিক।
এই ম্যাচ দিয়ে টেস্ট দলে ফিরলেন সাকিব আল হাসান। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে বাঁ ঊরুতে চোট পান তিনি। ফিট হয়ে উঠলেও নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলেননি বাঁহাতি এই অলরাউন্ডার।
প্রায় ১৬ মাস পর টেস্ট খেলার সুযোগ হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। একাদশে দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে রাখা হয়েছে। জায়গা পাননি আবু জায়েদ রাহি।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর (অধিনায়ক) রেজিস চাকাভা, কায়া রয়, টাকুদজওয়ানশে কাইটানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজুরাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা ও পোনাল্ড টিরিপানো।