কান চলচ্চিত্র উৎসবে সবার সেরা বডি-হরর ধারার ‘তিতান’
যৌনতা ও সহিংসতায় পরিপূর্ণ, বডি-হরর ধারার ফরাসি চলচ্চিত্র 'তিতান' এবার কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার "পাম ডি'অর" বা 'স্বর্ণ পাম' জিতে নিয়েছে।
ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো দ্বিতীয় নারী হিসেবে কানের শীর্ষ পদক জয় করলেন। এককভাবে এই খেতাব জেতা একমাত্র নারীও তিনি।
'তিতান' জুলিয়া দুকুরনোর দ্বিতীয় ফিচার চলচ্চিত্র, যেখানে এক নারীর জীবনের গল্প বলা হয়েছে। শৈশবে সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর গাড়ির সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয় সে!
শনিবার অনুষ্ঠানের শুরুতেই আমেরিকান পরিচালক স্পাইক লি ভুলবশত আগেই বিজয়ীর নাম বলে দেন। দর্শকদের কাছে ক্ষমা চাওয়ার আগেই আসরের সবচেয়ে বড় গোপন কথাটি তার মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল।
কিন্তু আনুষ্ঠানিকভাবে তার চলচ্চিত্রকে বিজয়ী ঘোষণা করার মুহূর্তেও আবেগাপ্লুত হয়ে পড়েন দুকুরনো। নাম ঘোষণার সময় বলা হয়, 'আজকের এই সন্ধ্যাটা নিখুঁত, কারণ এতে খুঁত ছিল!'
তবে সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে 'তিতান'। এটিকে বলা হয়, উৎসবের এযাবৎকালে প্রদর্শিত এমন একটি ছবি যা মানুষের মনে ধাক্কা দিয়েছে।
মহামারির পর থেকে কানই ছিল একমাত্র উৎসব, যা সকলের উপস্থিতিতে পুরোদমে পালন করা হয়েছে।
কানের গত বছরের আয়োজন বাতিল করা হয়েছিল। সর্বশেষ ২০১৯ সালে কান-এ পাম ডি'অর জিতেছিল বং জুন হো'র প্যারাসাইট। পরবর্তীতে এটি ২০২০ একাডেমী অ্যাওয়ার্ডেও সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে।
এবারের কান উৎসবকে ঘিরে ছিল যথেষ্ট নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা। প্রদর্শনীর সময় মাস্ক পরা এবং উৎসবে আগতদের কোভিড সালভিয়া পরীক্ষা করার নিয়ম ছিল।
এবারের আসরে গ্ল্যামার ও চটকদার সাজের ছটা কম থাকলেও, শ্যারন স্টোন ও টিলডা সুইনটনসহ এক ঝাঁক হলিউড তারকার মুখও দেখা গেছে।
অস্কার বিজয়ী ইরানী পরিচালক আসগর ফরহাদি'র চলচ্চিত্র 'আ হিরো' এবং জুহো কুসমানেনের 'কম্পার্টমেন্ট নাম্বার সিক্স' যৌথভাবে উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছে। অ্যাডাম ড্রাইভার ও মারিওন কোটিলার্ড অভিনীত মিউজিক্যাল চলচ্চিত্র 'অ্যানেট' এর জন্য সেরা পরিচালকের খেতাব জিতেছেন লিওস কারাক্স।
'দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড' এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নরওয়েজিয়ান অভিনেত্রী রেনাতা রেইনসভ।
অস্ট্রেলিয়ায় ১৯৯৬ সালে নির্বিচারে বন্দুকধারীদের গুলিতে মানুষ হত্যা নিয়ে নির্মিত 'নাইট্রাম' চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার নিজের ঘরে নিয়েছেন ক্যালেব ল্যান্ড্রি জোনস।
-
সূত্র: বিবিসি