রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৮ জন, পাবনার ৩ জন এবং নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার ১ জন করে মারা গেছেন।
মৃতদের মধ্যে ১০ জন করোনা পজেটিভ ও ৪ জন উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫০ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৮৪টি নমুনা পরীক্ষায় ১২৮ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৭ শতাংশ। নওগাঁয় ১০৩টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ৪৭ দশমিক ৫৭ শতাংশ।
এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর বিধিনিষেধ চলছে রাজশাহীতে। কঠোর বিধিনিষেধ পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।