রামেক: ২৪ ঘণ্টায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ১২৪
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৪ জন, পাবনার ৫ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়ার একজন করে এবং কুষ্টিয়ার ২ জন মারা গেছেন।
মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ, ১০জন উপসর্গ নিয়ে এবং ২ জন করোনা নেগেটিভ হবার পর মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১৫ জন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৯টি নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৮ দশমিক ৯০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৮৭ নমুনায় ৩৬ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ১৯ দশমিক ২৫ শতাংশ।