গরু, বিয়ার, গাঁজা: যেভাবে বিভিন্ন দেশ করোনার টিকা নিতে মানুষকে 'প্রলুব্ধ' করছে
বিশ্বজুড়ে যেভাবে করোনাভাইরাসের ডেল্টা ধরন ছড়াচ্ছে, তাতে বেশ কয়েকটি দেশই বর্তমানে তাদের কোভিড-১৯ টিকা কর্মসূচী জোরদার করেছে; নাগরিকদের টিকা গ্রহণে উৎসাহী করে তুলতে নগদ টাকা থেকে শুরু করে গবাদি পশু, বিয়ার এবং কেনাকাটায় কুপনের মতো প্রণোদনাও দিচ্ছে।
ইসরায়েলের ফ্রী বিয়ারই হোক কিংবা মালয়েশিয়ার ফ্রী ডেসার্ট, বিশ্বজুড়ে কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী উভয় শ্রেণী দ্রুত আরও বেশি লোককে কোভিড-১৯ টিকার আওতায় আনার আশা করছেন। হংকংয়ের একজন প্রপার্টি ডেভেলপার টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের জন্য লটারিতে ১.৪ মিলিয়ন ডলারের একটি অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেই ঊর্ধ্বগতিতে সংক্রমণ বাড়ছে এবং মানুষকে বারবার করোনার টিকা নিতে আহবান জানানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪১ লাখ ৯৬ হাজার ৪৪২ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৬৫ লাখ ২১ হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৯৯ কোটি ৩৩ লাখ ৪১ হাজার ২১৯ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
কোভিড-১৯ টিকা নিতে নাগরিকদের আহবান জানিয়ে কতিপয় দেশ যেসব পদক্ষেপ নিয়েছে চলুন তা এক নজর দেখে নেয়া যাক-
যুক্তরাষ্ট্র
খুচরা বিক্রেতাদের যুগ্মভাবে বিনামূল্যে মারিজুয়ানা অফার করার অনুমতি দিয়েছে ওয়াশিংটন স্টেট। শুধু এর বিনিময়ে তাদের 'জয়েন্টস ফর জ্যাবস' প্রচারের অধীনে টিকা নিতে হবে।
ক্যালিফোর্নিয়ায় লোকজন ইতিমধ্যে ৫০ হাজার ডলার সমমূল্যের পুরস্কার জিতেছে। আরও অধিক সংখ্যক লোক যেন টিকা গ্রহণে উৎসাহিত হয় সেজন্য ১১৬.৫ মিলিয়ন ডলারের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া রাজ্যটি ৫০ ডলারের ২০ লাখ গিফট কার্ড বিতরণ করছে।
নিউইয়র্ক সিটির যে কোনও কেন্দ্রে যে কোভিড-১৯ ভ্যাকসিন নিবে, তাকেই ১০০ ডলার করে দেওয়া হবে। এর বাইরে আমেরিকার অনেক রাজ্যে টিকার বিনিময়ে বিয়ার, পেস্ট্রি এবং মিলিয়ন ডলারের লটারি জেতার সুযোগ রয়েছে।
রাশিয়া
মস্কোতে যারাই দুই ডোজ টিকার প্রথম ডোজ নিয়েছে, তাদের জন্য একটি লটারির ড্রতে অংশ নেয়ার সুযোগ রাখা হয়। সেই ড্র থেকে প্রতি সপ্তাহে এক মিলিয়ন রুবল সমমূল্যের (১৩,৯০০ ডলার) ৫টি গাড়ি জিতে নিতে পারতেন টিকা গ্রহণকারীরা।
এ সুযোগ গত ১১ই জুলাই পর্যন্ত কার্যকর ছিল।
ফিলিপাইন
সহজে মানুষকে রাজি করানো যাচ্ছিল না টিকা নিতে। ফিলিপাইনের একটি শহরও তাই লটারির পথ অবলম্বন করল। কোভিড-১৯ টিকা গ্রহণকারীর জন্য প্রণোদনা হিসেবে লটারিতে গবাদি পশু কিংবা বস্তা বস্তা চাল জেতার সুযোগ রাখা হয়।
থাইল্যান্ড
নাগরিকদের টিকা গ্রহণে উৎসাহিত করার তালিকায় নাম রয়েছে থাইল্যান্ডেরও। স্থানীয় কর্মকর্তারা ঘোষণা দেন, টিকার জন্য নিবন্ধন করলেই একটি আস্ত গরু জেতার সম্ভাবনা থাকছে।
চীন
টিকার বিনিময়ে চীনে ফ্রি ডিম, দোকানের কুপন এবং রেশনের পণ্যের উপর ছাড়ের মতো পরিকল্পনা গ্রহণ করা হয়।
সার্বিয়া
টিকা প্রচারণা চালানোর পাশাপাশি সার্বিয়া টিকা গ্রহণকারী সকলের জন্য প্রায় ৩০ ডলার করে নগদ পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছে।
- সূত্র- হিন্দুস্তান টাইমস