দুই বছরের চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন মেসি
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/08/10/img_20210810_192021.jpg)
গত বছরের আগস্টে লিওনেল মেসি যখন বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন, তাকে দলে নেওয়ার দৌড়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে নাম এসেছিল প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। এবার বার্সেলোনা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পরও এই দুই ক্লাবের নাম সামনে আসে। তবে ম্যান সিটির নাম বেশিক্ষণ টেকেনি। মেসির পিএসজিতে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল।
অবশেষে সেটাই হতে যাচ্ছে। বার্সেলোনা বিমানবন্দরে মেসির বাবা, হোর্হে মেসি তার ছেলের পিএসজিতে যোগ দেয়ার খবরটি নিশ্চিত করেছেন। পিএসজির হয়ে বার্ষিক ২৯৩ কোটি টাকা বেতনে দুই বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন ছয়বারের ব্যালন ডি'অরজয়ী। স্পেনের টিভি চ্যানেল লা সেক্সতাকে হোর্হে মেসি বলেছেন, 'হ্যাঁ, লিও আজই পিএসজির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করবে।'
মেসির প্রতিনিধিরা সরাসরি পিএসজির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাক মতো এগোলে আগামী বুধবারই পিএসজিতে যোগ দেবেন মেসি। এর কিছুক্ষণ আগেই ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানায়, প্যারিসের দলটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে আর্জেন্টাইন তারকা প্যারিসে পৌঁছাবেন বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়। সেটার সত্যতা মিলেছে স্কাই ইতালিয়ার সাংবাদিক ফাবরিজিও রোমানোর ফেসবুক পোস্টে। বিখ্যাত এই সংবাদিক মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর বিমানে বসা একটি ছবি পোস্ট করেছেন।
ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, 'লিও মেসি প্যারিসে যাচ্ছেন। স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত বিমানে প্যারিসে যাচ্ছেন তিনি। আজই মেডিকেল পরীক্ষা হবে তার। ২০২৩ সালের জুন পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি হবে মেসির। ২০২৪ সাল পর্যন্ত করার সুযোগও আছে। বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে।' তার এই পোস্টের কিছুক্ষণ পর প্যারিসে গিয়ে পৌঁছান মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
বার্সেলোনার আরেক নাম মেসি, কিংবা মেসি বলতেই বার্সেলোনা। মেসি ও বার্সা মিলেমিশে একাকার, রসায়ণটা বহুদিনের। অনেকেরই ধারণা ছিল, বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি। কৃতজ্ঞ মেসিও বিভিন্ন সময়ে বার্সাতেই ক্যারিয়ার শেষ করার কথা জানিয়েছেন।
যদিও গত বছরের আগস্টে হঠাৎই সব উত্তাল হয়ে পড়ে। বুরোফ্যাক্স করে দল ছাড়ার কথা বার্সাকে জানিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেবার চুক্তির মারপ্যাঁচে বাধ্য হয়ে আরও একটি মৌসুম কাতালান ক্লাবটিতে থাকতে হয় মেসিকে। আর এবার ইচ্ছা থাকার পরও প্রিয় ক্লাবের হয়ে আর খেলার সুযোগ হয়নি তার।