সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আজ বুধবার এ ব্যাপারে বিএফআইইউ ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।
এছাড়া ঢালিউড অভিনেত্রী পরী মণি এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির বহিষ্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরসহ আরও সাতজনের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ।
কর্মজীবনে কয়েক ডজন চাঞ্চল্যকর প্রতিবেদনের জন্য পরিচিত পেয়েছেন অনুসন্ধানী সাংবাদিক রোজিনা।
কিছু সরকারি কাগজপত্রের ছবি তোলার অভিযোগে গত ১৭ মে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছয় ঘণ্টার বেশি সময় ধরে আটকে রাখা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
সেদিন রাতেই রোজিনা ইসলামকে 'গুরুত্বপূর্ণ' তথ্য চুরির অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।