পৃথিবীর উষ্ণতম মাস হিসেবে জুলাইয়ের রেকর্ড
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এর ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল ইনফরমেশনের মতে, বিগত ১৪২ বছরের জুলাই মাসের মধ্যে এ বছরের জুলাই ছিল পৃথিবীর উষ্ণতম মাস।
সংস্থাটি তাপমাত্রার এ রেকর্ড রাখা শুরু করে ১৮০০ সাল থেকে। তাদের রেকর্ডে উঠে আসে যে, তখন থেকে শুরু করে এ পর্যন্ত মোট ১৭০০ মাসের মধ্যে ২০২১ এর জুলাইয়ের তাপমাত্রা ছিল সর্বাধিক।
তাছাড়া, এনওএএ- এর পরিচালক রিক স্পিনরাড বলেন, 'সর্বাধিক উষ্ণতার এ তালিকায় প্রথমে থাকাটা সবচাইতে খারাপ। সাধারণত জুলাই মাসেই পৃথিবীর তাপমাত্রা বেশি থাকে। তবে ২০২১ সালের জুলাই মাসটি উষ্ণতম মাস হিসেবে রেকর্ড তৈরি করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে যেসকল সমস্যা দেখা যাচ্ছে তার মাঝে এটি নতুন এক সংযোজন'।
এমনকি, এ বছর জুলাইয়ের মাসিক গড় তাপমাত্রা ২০১৬ সালের জুলাই মাসের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বলে জানায় সংস্থাটি। এর আগে ২০১৯ এবং ২০২০ সালেও ২০১৬ এর জুলাইয়ের সমান গড় তাপমাত্রা রেকর্ড করা হয়।
পশ্চিম আমেরিকা, পূর্ব ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ মাসে অসংখ্য তাপপ্রবাহ লক্ষ্য করা গেছে। এছাড়াও, জার্মানি, বেলজিয়াম ও চীনের বিধ্বংসী বন্যা এবং উত্তর আমেরিকা ও ইউরোপ জুড়ে চলা দাবানল বিরূপ আবহাওয়ার প্রমাণ দেয়।
এদিকে জাতিসংঘের পরিবেশ বিজ্ঞান সংগঠন আইপিসিসি-র প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে আসে যে, পৃথিবীর তাপমাত্রা খুব দ্রুতই বাড়িয়ে তুলছে মানুষ। একইসাথে এ পরিবর্তনের ফলে সৃষ্ট বিপর্যয় ঠেকানোর পথগুলোও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। মূলত, জুলাইয়ের উষ্ণতম মাসের রেকর্ড করার তথ্য এবং আইপিসিসির এ রিপোর্ট একই সপ্তাহে প্রকাশিত হয়।
তাপমাত্রা বেড়ে যাওয়া এবং পরিবেশে এর বিরূপ প্রভাবের চিত্র তুলে ধরা প্রতিবেদনটিতে বলা হয়, '১৮৫০ সালের পর থেকে এ পর্যন্ত যেকোনো দশকের তুলনায় গত চার দশক ছিল উষ্ণতর।' এছাড়া, গত মাসে ঘটে যাওয়া ইউরোপের আকস্মিক বন্যা এবং উষ্ণ ও দীর্ঘ তাপপ্রবাহের বিষয়টিও উল্লেখ করা হয় এ প্রতিবেদনে।
- সূত্র- সিএনএন